TMC 21st July LIVE UPDATE: উল্টে গেল ম্যাটাডোর, একুশের সমাবেশ থেকে ফেরার সময় বড়সড় দুর্ঘটনা
TMC Shahid Diwas 2022: পরপর ২ বছর ২১ জুলাই দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ভার্চুয়ালি ভার্চুয়ালি বক্তৃতা দেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই বছর ২১ জুলাই ফের ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে শহিদ সমাবেশ। এই বছর করোনা কাটিয়ে ধর্মতলায় ফিরছে শহীদ দিবস। রেকর্ড ভিরের আশা তৃণমূল নেতৃত্বের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর, ধর্মতলায় তৃণমূলের প্রথম একুশে জুলাইয়ের সমাবেশ (TMC Martyr Day 2022)। করোনার কারণে দুই বছর ভারচুয়ালি পালিত হয়েছে ২১ জুলাইয়ের অনুষ্ঠান। করোনা সংক্রমণের ধর্মতলায় প্রকাশ্য়ে শহিদ দিবসের সমাবেশ হয়নি তৃণমূলের। পরপর ২ বছর ২১ জুলাই দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে ভার্চুয়ালি ভার্চুয়ালি বক্তৃতা দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবছর ২১ জুলাই ফের ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে শহিদ সমাবেশ।
বুধবার ধর্মতলায় সভাস্থলে গিয়ে শেষ মহুর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মমতা বলেন, 'কর্মীরাই দলের সম্পদ। সবাইকে বলব, শান্তভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে সমাবেশে আসুন। সমাবেশ শেষ হওয়ার পর সাবধানে বাড়ি ফিরে যাবেন।'
আগের সমাবেশগুলির তুলনায় বেশি মানুষের সমাবেশ হবে বলে দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার একুশের সভায় কী কোনও চমক থাকছে, কোনও যোগদান? সেই প্রশ্নের উত্তরে বুধবার ধর্মতলায় সমাবেশের প্রস্তুতি দেখতে এসে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, চমক মানেই কি যোগদান? রাত পোহালেই দেখতে পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলবেন সেটাই তো চমক! উনি যা বলবেন সেটাই গুরুত্বপূর্ণ।
Latest Updates
একুশের সভা থেকে ফেরার পথে দুর্ঘটনা। গার্ডেনরিচ উড়ালপুলে ম্যাটাডোর উল্টে বিপত্তি। জখম ১০ থেকে ১২ জন তৃণমূল কর্মী-সমর্থক। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
চব্বিশে বিজেপিকে উৎখাত করতে হবে: মমতা বন্দ্যোপাধ্যায়
জয় বাংলা দিচ্ছে ডাক, জয় ভারত বেঁচে থাকঃ মমতা বন্দ্যোপাধ্যায়
চব্বিশে বিজপির কারাগার ভাঙো, মানুষের সরকার আনোঃ মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতবর্ষে এক্টাই আদর্শ রাজনৈতিক দল থাকুক যার নাম তৃণমূল কংগ্রেস। ভারতে একটাই রাজনৈতিক দল থাকুকঃ মমতা বন্দ্যোপাধ্যায়
ওরা অহঙ্কার করুক, আমরা হাঁসি মুখে কাজ করবঃ মমতা বন্দ্যোপাধ্যায়
তৃণমূল করগ্রেস জনগণের পাহারাদার। কেউ তৃণমূলের নামে টাকা তুললে অথবা খারাপ কাজ করলে নিজেরা তাকে ধরে থানায় দিয়ে আসুনঃ মমতা বন্দ্যোপাধ্যায়
বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলে বিরোধীরা এক হবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়
ধর্মীয় কার্ড খেলছে বিজেপিঃ মমতা বন্দ্যোপাধ্যায়
নতুন করে ইতিহাস লেখার চেষ্টা করছে বিজেপিঃ মমতা বন্দ্যোপাধ্যায়
এখন থেকেই ধমকানো শুরু হয়ে গিয়েছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়
আমি চাইলে অনেক বিজপির ভোট নিতে পারতাম, কিন্তু তা আমি করিনিঃ মমতা বন্দ্যোপাধ্যায়
কোনও ইন্সটিটিউশনের ইতিহাস জানে না। যারা কোনও দিন স্বাধীনতা আন্দোলন করেনি তারা নাকি দেশে ইতিহাস গড়বেঃ মমতা বন্দ্যোপাধ্যায়
নেতারা সাইকেলে, পায়ে হেঁটে ঘুরবেন। কর্মীরা চায়ের দোকানে নিজের পয়সা দিয়ে চা খাওয়াবেন। পার্টির অনুমতি ছাড়া নিজেকে বড় করবেন না। মনে রাখবেন ব্যক্তির থেকে দল বড়। সেটুকু কথাই বলব যা আমার মুখে বলা সাজেঃ মমতা বন্দ্যোপাধ্যায়
২২ সেপ্টেম্বর বেলা ২টো থেকে অনুষ্ঠান হবে। পুজো নিয়ে অনুষ্ঠান হবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়
৯ অগাস্ট একদিনে ট্রাইবাল ডে, মহরম এবং ভারত ছাড়ো আন্দোলনের দিন। সব কাজ সকাল ১০টা থেকে ১১টার মধ্যে করুন কারণ এরপরে মহরমের মিছিল বেরোয়ঃ মমতা বন্দ্যোপাধ্যায়
২৮ তারিখ রবিবার হওয়ায় আমরা ২৯ তারিখ ছাত্রদের অনুষ্ঠান করবঃ মমতা বন্দ্যোপাধ্যায়
প্রয়োজনে দিল্লি ঘেরাও করবঃ মমতা বন্দ্যোপাধ্যায়
আমরা কখনও ঝুঁকিনা। আমরা দেশের নামে ঝুঁকি। দেশের খারাপ দিনে আমরা দেশের পাশে থাকি। আমাদেরকে ইডি, সিবিআই দিয়ে ভয় দেখিও নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়
১০০ দিনের টাকা কেন বন্ধ করলে? ১০০ দিনের টাকা তারাতারি দাওঃ মমতা বন্দ্যোপাধ্যায়
গরিবদের সবকিছু হরণ করে নিয়েছে বিজেপিঃ মমতা বন্দ্যোপাধ্যায়
সেনার কোনও বিকল্প হয়নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়
আর্মিকে বঞ্চনা করে অগ্নিপথ। অগ্নিপথ মানে কী ক্যাডার তৈরি করা?: মমতা বন্দ্যোপাধ্যায়
বাংলা থেকে সবথেকে বেশি ট্যাক্স তুলে নিয়ে যায়ঃ মমতা বন্দ্যোপাধ্যায়
মুড়িতেও এখন জিএসটি। মানুষ খাবে কী? আমাদের মুড়ি ফিরিয়ে দাও নইলে বিজেপি বিদায় নাওঃ মমতা বন্দ্যোপাধ্যায়
রাজ্যে ৫০০টি শিল্প পার্ক হচ্ছেঃ মমতা বন্দ্যোপাধ্যায়
বিকাশ রঞ্জনদের আমলে কাদের কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন। ফাইলটা বার করব? বদলা নয় বদল চাই বলে এগুলো করিনিঃ মমতা বন্দ্যোপাধ্যায়
কাজ করতে গেলে ভুল হয়। কিন্তু কেউ ইচ্ছে করে ভুল করলে সে শাস্তি পেত। সিপিএমের সময়ে ১০ লক্ষ টাকা ঘুস দিতে হত। গণশক্তির রিপোর্টারদের স্ত্রীরা যোগ্যতায় চাকরি পেয়েছিল? : মমতা বন্দ্যোপাধ্যায়
গদ্দারবাবুরাই শুধু চাকরি পাবে আর বাকিরা পাবেনা? : মমতা বন্দ্যোপাধ্যায়
জোর করে জমি দখল করব নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়
আমরা বিদ্যুৎ বিক্রি করতে পারব। আদালতে মামলা চলছে তাই নইলে ১৭ হাজার জায়গা খালি আগে শিক্ষক নিয়োগেঃ মমতা বন্দ্যোপাধ্যায়
আমাদের একদিকে শিল্প একদিকে কৃষি। ডানকুনি থেকে অমৃতসর করিডোর হচ্ছে। আসানসোলে গ্যাস পাওয়া গিয়েছে। দেউচা হয়ে গেলে বাংলায় বিদ্যুতের অভাব হবে নাঃ মমতা বন্দ্যোপাধ্যায়
তৃণমূল কংগ্রেস থাকলে ফ্রি তে রেশন পাবেন, লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, কন্যাশ্রী পাবেন, স্বাস্থ্যসাথী পাবেন, শিল্পীদের পেনশন, সবুজসাথী পাবেন। গ্রাম বাংলার কর্মীদের বলবো মানুষের পাশে দাঁড়াতে। সারা ভারতে ৪৫ শতাংশ বেকারত্ব বেড়েছে আর বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমে গিয়েছে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এখানেও তৃণমূলকে সরানোর চেষ্টা করেছিলঃ মমতা বন্দ্যোপাধ্যায়
সব্জায়গায় সরকার ভাঙছে বিজেপিঃ মমতা বন্দ্যোপাধ্যায়
যতদিন আমি রাজনীতিতে আছি ততদিন আমি দিদির সঙ্গে থেকেই পাহাড়ের উন্নতি করবো বললেন অনীত থাপা
আমাদের মেরুদন্ড সোজা, মাথা উঁচু করে চলিঃ মমতা বন্দ্যোপাধ্যায়
ওদের একদিনে ইডি একদিকে সিবিআইঃ মমতা বন্দ্যোপাধ্যায়
মানুষের বৃষ্টি চব্বিশে বিজেপিকে ভাসিয়ে দেবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়
তৃণমূলের মেরুদন্ড সোজাঃ মমতা বন্দ্যোপাধ্যায়
বুথে বুথে পৌঁছাতে হবে তৃণমূল কর্মীদেরঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়
সভাস্থলে পৌঁছালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দিল্লির টাকার দরকার নেইঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়
তৃণমূল করতে গেলে মানুষের কাজ করতে হবেঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়
প্রকল্প হলে বাংলার নামে হবেঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়
দিল্লির কাছে আত্মসমর্পন করবেনা বাংলাঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়
এই টিএমসি-তে ধান্দাবাজরা নেইঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়
দল ভাঙার খেলা খেলেও তৃণমূলকে হারাতে পারেনি বিজেপিঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়
মোদী-শাহের অস্বমেধের ঘোড়া আটকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ঃ অভিষেক
করে খাওয়ার জায়গা নয় তৃণমূলঃ অভিষেক বন্দ্যোপাধ্যায়
এমন উচ্ছ্বাস আগে দেখিনি বললেন অভিষেক
হয় ঠিকাদারি করুন নয়ত তৃণমূল করুন। সভা থেকে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
একুশে সর্বকালীন রেকর্ড, এবার লক্ষ্য দিল্লি; সভা থেকে দাবি অভিষেকের
সভাস্থলে পৌঁছালেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভাস্থলের উদ্দেশ্যে বেরনোর আগে টুইট করেন তিনি। টুইটে তিনি ১৩ জন শহিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
ভিআইপি রোডের কৈখালীর কাছে দুর্ঘটনা। একটি টাটা সুমো গাড়িতে করে তৃণমূল কর্মী সমর্থকরা ধর্মতলা উদ্দেশ্যে যাচ্ছিলেন। সেই সময় একজন বাইক আরোহীকে ধাক্কা মারে এবং এক পথ চলতি ব্যক্তিকে ও ধাক্কা মারে টাটা সুমোটি। ওই পথচলতি ব্যক্তি টাটা সুমো চালককে সজোরে চড় মারে পুলিশের সামনে। সেই ছবি প্রকাশ্যে।
প্রাক্তন মন্ত্রী সাধন পান্ডের মৃত্যুর পরে এটাই প্রথম ২১ জুলাই সমাবেশ। তিনি স্বশরীরে না থাকলেও তিনি আছেন। সাধন পান্ডের ছবি নিয়ে মিছিলে পা মেলালেল কর্মীরা। মিছিলে তাঁর নামে উঠল স্লোগান।
মুখ্যমন্ত্রীর বাড়ির চৌহদ্দি জুড়ে কড়া নিরাপত্তা বলয়। হরিশ চ্যাটার্জী স্ট্রিটে প্রবেশে কড়াকড়ি। কালিঘাট রোডে যান নিয়ন্ত্রণে বিশাল বাহিনী। মুখ্যমন্ত্রীর ১২টার বেরোনোর কথা। আলিপুর হয়ে ডিএল খান রোড ধরে যাওয়ার কথা রয়েছে এখনও পর্যন্ত।
দক্ষিণ কলকাতার মঞ্চে উপস্থিত মালা রায়, দেবাশীষ কুমার, কার্তিক ব্যানার্জি এবং রত্না চ্যাটার্জি।
সকাল ৮টা পর্যন্ত ৪৭৪ টি বাস শ্যামবাজার ক্রস করেছে। ছোট গাড়ি ৩৮২টি। যেগুলি সভা মঞ্চের দিকে গিয়েছে। ধর্মতলা চত্বরে একুশের সমাবেশে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন কয়েকহাজার যুব তৃণমূল কর্মী। কালো টি-শার্ট, কলার ও পকেটে তিরঙ্গা। সভায় আসা কর্মী, সমর্থকদের প্রয়োজনে সাহায্য করার পাশাপাশি, পুলিশের সঙ্গে হাত মিলিয়ে ভিড় সামলাবেন তৃণমূলের এই স্বেচ্ছাসেবকরা।
সুন্দরবন এলাকা থেকে নৌকা করে ২১ শে জুলাই এর সভা মঞ্চে রওনা দিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। কুলতলী এলাকার মানুষজন তারা নৌকা করে কৈখালী ঘাট সেখান থেকে বাসে করে সরাসরি ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিলেন।
শ্যামবাজার, হাজরা মোড়-সহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসবে ধর্মতলায়। যান চলাচল স্বাভাবিক রাখতে, মিছিলের জন্য ৮টি রুট নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। বিগত বছরের মতো, এবারও মঞ্চ ত্রিস্তরীয়। এবারের স্টেজ আগের তুলনায় কিছুটা বড় করা হয়েছে। মঞ্চে ৫০০ জনের বসার ব্যবস্থা থাকছে।
দুপুর ১২টা থেকে সভা বলে জানিয়েছে তৃণমূল। তবে সকাল থেকেই কর্মী, সমর্থকেরা মিছিল করে আসতে শুরু করেছেন। ভোর ৪টে থেকে কলকাতার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করছে কলকাতা পুলিস। বলা হয়েছে ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত টানা ১৭ ঘণ্টা যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে।