বাস-ট্রেন বন্ধ, ১ জুলাই পর্যন্ত কিছু ছাড় দিয়ে বাড়ল বিধিনিষেধ

Mon, 14 Jun 2021-5:58 pm,

Latest Updates

  • কেন্দ্রশাসিত অঞ্চল মানে কী? কাশ্মীরের মতো মুখ বন্ধ করে দেওয়া! কদিন আগে নির্বাচন হয়েছে। বাংলা ভঙ্গের দিকে তাকালে মানুষ জবাব দেবে। দক্ষিণবঙ্গের চেয়ে অনেক ক্ষেত্রে উত্তরবঙ্গে বেশি কাজ হয়েছে। বাংলার মানুষকে পরাধীন করতে দেব না। বিজেপির দাবিকে ধিক্কার জানাই। এর পিছনে কেন্দ্রের নেতারা আছেন। আগে কেন্দ্র সামলান। কোভিড সরঞ্জামে জিএসটি নিচ্ছেন। অমিত মিত্র বলতে গিয়েছিল বলে তাঁর মাইক বন্ধ করে দিয়েছেন। বাংলা ভালো আছে বলে এত হিংসা কেন! ভুয়ো ভিডিয়ো করে  বাংলার অপমান করছেন। একদিন তাঁদের বুকে লিখতে হবে বিজেপি করি না। 

  • এক দেশ এক রেশনে কোনও সমস্যা নেই। এটা চালু করার প্রক্রিয়া চলছে।

  • ২ কোটি লোককে টিকা দেওয়া হয়েছে। দুয়ারে রেশন চালু হবে। আনা হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড।

  • ট্রেন-বাস বন্ধ থাকবে। 

    COMMERCIAL BREAK
    SCROLL TO CONTINUE READING

    ইন্ডোর-আউটডোর শুটিংয়ে অনুমোদন। ৫০ শতাংশ কর্মী নিয়ে শুরু করতে হবে।   

    ১১ থেকে ৬টা পর্যন্ত খোলা থাকবে শপিংমলের দোকান। ২৫ শতাংশের বেশি কর্মী রাখা যাবে না। একটা সময়ে থাকবে না ৩০ শতাংশের বেশি ক্রেতা। 

    রেস্তোরাঁ ১২ ছেতে ৮টা পর্যন্ত খোলা। 

    সকাল ১০টা থেকে ৪ টে পর্যন্ত খোলা থাকবে বেসরকারি অফিস। ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করতে হবে। 

    খুচরো দোকান ৭টা থেকে ১১টা খোলা থাকবে।

    প্রাতঃভ্রমণের জন্য সকাল ৬ থেকে ৯টা পর্যন্ত খুলবে পার্ক।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link