Dumdum Lok Sabha Election result 2024: সাত দফা ভোটের পর লোকসভা নির্বাচন ২০২৪-এর ফলাফল ঘোষিত হল আজ। দমদম লোকসভা কেন্দ্রের দিকে নজর ছিল সবার। সুজন-সৌগত-শীলভদ্রের লড়াইয়ে কে জিতবে? সেই দিকে প্রথম থেকেই ছিল সবার তীক্ষ্ণ নজর। প্রথমে পোস্টাল ব্যালট গণনার সময় এগিয়ে গিয়েছিলেন শীলভদ্র দত্ত। কিন্তু শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলেন সৌগত রায়। ৫৮ হাজার ৪২০ ভোটে দমদম লোকসভায় জয়ী সৌগত রায়। চতুর্থবারের জন্য সাংসদ নির্বাচিত হলেন তিনি। দমদম আসনে ২০২৪-এর লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল- 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লোকসভা নির্বাচন ২০২৪: দমদম


দল- প্রার্থী - প্রাপ্ত ভোট 
তৃণমূল- সৌগত রায়- ৪,২৯,৩৮৪
বিজেপি- শীলভদ্র দত্ত- ৩,৭০,৯৬৪
কংগ্রেস- সুজন চক্রবর্তী- ১,৮৯,৬৬৭


কবে ভোট হয়
সাত দফা ভোটের একদম শেষ দফায় ভোট হয় দমদমে। ভোট হয় ১ জুন তারিখে। 


ভোটের হার
ভোট পড়েছে মোট ৭৩.৮১ শতাংশ।


কেন্দ্রের খুঁটিনাটি ও ইতিহাস
উত্তর ২৪ পরগনা জেলার অংশবিশেষ নিয়ে এই দমদম লোকসভা কেন্দ্র। দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা হল- খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট-গোপালপুর। মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৯৯ হাজার ৬৫৬ জন। দমদম লোকসভা কেন্দ্রের ৭.২ শতাংশ মুসলিম ভোটার। দমদম লোকসভা কেন্দ্র থেকেই একসময় সাংসদ ছিলেন বিজেপির তপন শিকদার। সাংসদ ছিলেন সিপিআইএম-এর অমিতাভ নন্দী। তবে ২০০৯ সাল থেকে দমদম লোকসভা কেন্দ্রটি কবজায় রেখেছেন তৃণমূলের সৌগত রায়। বিগত ৩ বারের সাংসদ সৌগত রায়।


২০১৯ লোকসভা নির্বাচনের ফলাফল
২০১৯ লোকসভা নির্বাচনে দমদম আসনে জয়ী হন সৌগত রায়। তাঁর প্রাপ্ত ভোট ৫ লাখ ১১ হাজার ৭০৭। দ্বিতীয় স্থানে ছিলেন বিজেপির শমীক ভট্টাচার্য। তাঁর প্রাপ্ত ভোট ৪ লাখ ৫৮ হাজার ২৭০। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ৫৩ হাজার ভোটে জেতেন সৌগত রায়। তৃতীয় স্থানে থাকা সিপিআইএম-এর নেপালদেব ভট্টাচার্য পান ১ লাখ ৬৭ হাজার ২৪৯ ভোট। আর চতুর্থ স্থানে থাকা কংগ্রেসের সৌরভ সাহা পান ২৯ হাজার ৬৬ ভোট।


আরও পড়ুন, Kolkata Uttar Lok Sabha Election Result: কলকাতা উত্তরে সুদীপ-তাপস 'হাড্ডাহাড্ডি' লড়াই, প্রায় ১৫০০০ ভোটে এগিয়ে...


Jadavpur Lok Sabha Election result: যাদবপুরে ৫৩৬৮৪ ভোটে এগিয়ে সায়নী! রেকর্ড জয়ের পথে...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)