নিজস্ব প্রতিবেদন: কলকাতার রাজপথ আজ গেরুয়াময়। অমিত শাহের রোড শোয়ে কলকাতায় ঢল নামল বিজেপি কর্মী-সমর্থকদের। রাজ্য রাজনীতিতে কলকাতা দেখেছে, লাল পতাকা হাতে রোড শো। পরে তৃণমূলের জোড়াফুল। প্রথমবার কলকাতার রাজপথ গেরুয়ায় রাঙিয়ে দিল বিজেপি। মুহূর্মুর্হূ উঠছে 'জয় শ্রী রাম স্লোগান'।                          


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


কলকাতায় অমিতের রোড শো নিয়ে শুরু হয়েছিল জটিলতা। শাসক দলের বিরুদ্ধে রোড শোয়ে বাধা দেওয়ার অভিযোগ তোলে বিজেপির রাজ্য নেতৃত্ব। শহিদ মিনার থেকে রোড শোয়ের জন্য ২৪ ঘণ্টা আগে থেকে অনুমতি নিতে হত বিজেপি। কিন্তু সেই অনুমতি নেননি নেতারা। ফলে শহিদ মিনারের বদলে ধর্মতলা রোড থেকে রোড শো শুরু করার অনুমতি দেয় পুলিস। সিমলা স্ট্রিট পর্যন্ত রোড শো করার কর্মসূচি ছিল বিজেপির। কিন্তু কলকাতা পুলিস তাতে অনুমতি দেয়নি। রোড শো শেষ করতে হবে বিবেকানন্দ ক্রসিংয়েই।