নিজস্ব প্রতিবেদন : বাবুল সুপ্রিয়র গাওয়া থিম সংয়ের অনুমতি নিয়ে কমিশনের সঙ্গে 'লড়াই' চলছে বিজেপির। আর এরমধ্যেই বিজেপির থিম সংয়ের পাল্টা র‌্যাপে জবাব দিল তৃণমূল। বিজেপির থিম সং 'এই তৃণমূল আর না'র পাল্টায় শাসকদলের র‌্যাপ 'এবার ২০১৯, বিয়াল্লিশে ৪২'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, 'দিদি মানেই মমতা বন্দ্যোপাধ্যায় নয়', থিম সং বিতর্কে যুক্তি বিজেপির


বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় সামনে আসে তৃণমূল কংগ্রেসের র‌্যাপটি। আর তারপর থেকেই ভাইরাল হয়ে যায় সেটি। হু হু করে সেটি ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায়। র‌্যাপের লাইনে লাইনে কেন্দ্রের মোদী সরকারকে কটাক্ষ করা হয়েছে। র‌্যাপে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবুজ রঙের একটি অ্যানিমেশন। পাশাপাশি, নীরব মোদী, বিজয় মাল্যের কার্টুনও ব্যবহার করা হয়েছে। শুনুন সেই র‌্যাপটি-



উল্লেখ্য, বাবুল সুপ্রিয়র গাওয়া গানটি সামনে আসতেই বিতর্ক দানা বাঁধে। ভাইরাল হয়ে যায় গানটি। 'ফুটবে এবার পদ্মফুল, বাংলা ছাড়ো তৃণমূল' শীর্ষক এই গানের ছত্রে ছত্রে রাজ্য সরকারের সমালোচনা করা হয়েছে বলে অভিযোগ। শাসকদল বিরোধী সেই গানটির জনপ্রিয়তায় অস্বস্তি বেড়েছিল তৃণমূলের। নেটিজেনরা বলছেন, র‌্যাপ প্রকাশ করে এবার অনেকটাই টেক্কা দিল শাসকদল।