নিজস্ব প্রতিবেদন : রবিবার কলকাতায় আসছেন স্পেশাল পুলিস অবজার্ভার বিবেক দুবে। আগামিকাল বিকেলেই কলকাতায় আসার কথা রয়েছে তাঁর। সূত্রের খবর, বাহিনী সম্পর্কে খোঁজখবর নেবেন তিনি। প্রসঙ্গত, কে কে শর্মাকে সরিয়ে তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হন বিবেক দুবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


১৯৮১ সালের অন্ধ্রপ্রদেশ ক্যাডারের অবসরপ্রাপ্ত আইপিএস বিবেক দুবে। অন্ধ্রপ্রদেশ পুলিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল ছিলেন তিনি। প্রসঙ্গত, আরএসএস ঘনিষ্ঠতা নিয়ে তৃণমূলের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবারই পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় পুলিস পর্যবেক্ষকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বিএসএফ-এর প্রাক্তন ডিজি আইপিএস কে কে শর্মাকে। তাঁর জায়গায় স্পেশাল অবজার্ভার হিসেবে নিয়োগ করা হয় প্রাক্তন আইপিএস বিবেক দুবেকে। দায়িত্ব পাওয়ার ৩ দিনের মাথায় রাজ্যে আসছেন বিবেক দুবে।


আরও পড়ুন, মাঠ বদলে শিলিগুড়িতে জট কাটল মোদীর সভার


উল্লেখ্য, প্রথমে ১৯৮২ ক্যাডারের আইপিএস অফিসার কে কে শর্মাকে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষক হিসেবে হিসেবে নিযুক্ত করা হয়েছিল। পশ্চিমবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ডের কেন্দ্রীয় পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বও দেওয়া হয়েছিল বিএসএফ-এর প্রাক্তন ডিজি কে কে শর্মাকে। ভোটে নিরাপত্তা বাহিনী মোতায়েনের দায়িত্ব দেওয়া হয়েছিল শর্মাকে। কিন্তু, বুধবার দলীয় ইশেতার প্রকাশের পর সাংবাদিক বৈঠকে স্পেশাল অবজার্ভার হিসেবে কে কে শর্মার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


আরও পড়ুন, কমিশনের 'আতস কাচের' তলায় ৬ কেন্দ্র, থাকছে কড়া ব্যবস্থা


সাংবাদিক বৈঠকে একটি ছবি দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন,  বিএসএফ-এর ডিজি থাকার সময় খাকি উর্দি পরেই আরএসএস-এর অনুষ্ঠানে গিয়েছিলেন কে কে শর্মা। সে-ই আজ স্পেশাল অবজার্ভার। এটা কোন গণতন্ত্র? আপত্তি জানিয়ে কমিশনে চিঠি লেখার কথাও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগের পরই নড়েচড়ে বসে কমিশন। তারপর দিনই সরিয়ে দেওয়া হয় কে কে শর্মাকে।