প্রথম রাউন্ডে ম্যাজিক ফিগার পার এনডিএ-র, বাংলায় তৃণমূলের চেয়ে এগিয়ে গেল বিজেপি
ভোট প্রবণতার নিরিখে প্রথম রাউন্ডের শেষে যাদু সংখ্যা পার করে দিল এনডিএ। ৩২৬টি আসনে এগিয়ে গেল বিজেপি নেতৃত্বাধীন জোট। কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে ১০৭টি আসনে। ৯৭টি আসনে এগিয়ে বাকিরা।
নিজস্ব প্রতিবেদন: ভোট প্রবণতার নিরিখে প্রথম রাউন্ডের শেষে যাদু সংখ্যা পার করে দিল এনডিএ। ৩২৬টি আসনে এগিয়ে গেল বিজেপি নেতৃত্বাধীন জোট। কংগ্রেস নেতৃত্বাধীন জোট এগিয়ে ১০৭টি আসনে। ৯৭টি আসনে এগিয়ে বাকিরা।
প্রাথমিক ভোটপ্রবণতার নিরিখে পশ্চিমবঙ্গেও এগিয়ে গিয়েছে বিজেপি। ১৯টি আসনে এগিয়ে গেল গেরুয়া শিবির। তৃণমূল এগিয়ে ১৮টি আসনে। আর ৩টি আসনে এগিয়ে কংগ্রেস। বামেরা এখনও লড়াইয়ে উঠে আসতে পারেনি। আসানসোলে এগিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয়। হুগলিতে এগিয়ে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। শ্রীরামপুরে পিছিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে এগিয়ে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়।
বারাণসীতে ২০,০০০ ভোটে এগিয়ে নরেন্দ্র মোদী। গুজরাটের গান্ধীনগরে অমিত শাহ এগিয়ে রয়েছেন ৫০ হাজার ভোটে।
জন্মলগ্ন থেকে বাংলায় কার্যত প্রান্তিক শক্তি ছিল বিজেপি। বড়বাজারের পার্টি বলেই ভেংচি কাটত বিরোধীরা। ২০১৪ সালে উত্তরের মোদী ঝড় ঢুকে পড়ে পশ্চিমবঙ্গে। এক লাফে অনেকটাই বেড়ে যায় বিজেপির ভোট। নরেন্দ্র মোদীর সৌজন্যে বাংলায় গেরুয়া শিবিরের জোয়ার আরও তীব্রতা পায়। বুথ ফেরত সমীক্ষাগুলির কিয়দংশের আভাস, বাংলায় ১০টি আসন পার করতে চলেছে বিজেপি।
আরও পড়ুন- মোদী ঝড়ের সংকেত পেয়ে লক্ষ্মীর ধন বর্ষা,৬০ সেকেন্ডে ৩.১৮ লক্ষ কোটি আয়