মোদী ঝড়ের সংকেত পেয়ে লক্ষ্মীর ধন বর্ষা,৬০ সেকেন্ডে ৩.১৮ লক্ষ কোটি আয়

May 22, 2019, 22:06 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: মোদীর প্রত্যাবর্তনের আভাস পেয়ে লাফিয়ে বেড়েছে ভারতীয় শেয়ার বাজার। বুথ ফেরত সমীক্ষা প্রকাশের পরের দিনই রেকর্ড উত্থান করেছে সেনসেক্স-নিফটি। শুধু সোমবারই বিনিয়োগকারীদের আয় হয়েছে ৩,১৮,০০০ কোটি টাকা। 

2/5

মাত্র ৬০ সেকেন্ডের লেনদেনে বম্বে স্টক এক্সচেঞ্জের কোম্পানিগুলির বাজারমূল্য ৩.১৮ লক্ষ কোটি টাকা বেড়ে হয়েছে ১,৪৯,৭৬,৮৯৬ কোটি টাকা। শুক্রবার বাজার বন্ধের সময় বাজার মূল্য ছিল ১,৪৬,৫৮,৭১০ কোটি।   

3/5

সোমবার ঠিক দুপুর ২.৪৫ মিনিটে বিএসই ৪,৬৮,০০০ কোটি টাকার ঝাঁপ দিয়েছে। সোমবার স্টকের বাজার দর বেড়েছে ৬.৮৯ লক্ষ কোটি। 

4/5

বুথ ফেরত সমীক্ষার ফল মিলে গেলে আগামী দিনে আরও উত্থানের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

5/5

বুধবার গণনার আগের দিন সেনসেক্স ১৪০.৪১ পয়েন্ট উঠে বন্ধ হয়েছে ৩৯,১১০.২১ অঙ্কে। অন্যদিকে ২৮.৪০ অঙ্ক উঠে ১১,৭৩৭.৯০ পয়েন্টে পৌঁছেছে নিফটি। বাজার এদিন গণ্ডির মধ্যেই ঘুরেছে। বিশেষজ্ঞরা বলছে, বৃহস্পতিবারই গণনার ফল বাজারকে দিশা দেখাবে।