ওয়েব ডেস্ক: সল্টলেকে নাইট ক্লাবে ধুন্ধুমারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। সেদিন রাতে ছয় হামলাকারীর মধ্যে মিশে ছিল মধ্য কলকাতার কুখ্যাত অপরাধী লুলা হায়দর ও আরও এক জন। গতকাল রাতেই ঘটনায় অন্যতম অভিযুক্ত ইমতিয়াজকে গ্রেফতার করে পুলিস।


তাকে জেরা করে পুলিস জানতে পারে,  জোহেব নয়, তাদের মূল টার্গেট ছিল মাজেদ নামে এক যুবক। মাজেদের কাছে টাকা পেত হায়দর। তানিয়ে শত্রুতার শুরু। যা গড়ায় নাইট ক্লাব পর্যন্ত। সেদিন রাতে জোহেবকে শুধু বারের মধ্যেই নয়, আম্বেদর ব্রিজের কাছে ট্যাক্সি থেকে নামিয়েও মারধর করা হয়। ইমতিয়াজ সহ বাকিদের বিরুদ্ধ খুনের মামলা দায়ের করেছে পুলিস।ইমতিয়াজের দাবি, সেদিন টাকা নিয়েই গোলমালের শুরু,ঘটনাস্থলে কোনও তরুণী ছিল না। (আরও পড়ুন- ময়নাতদন্তে মিলল না স্টেন্ট, চাঞ্চল্যকর অভিযোগ মেডিকার বিরুদ্ধে)