আজ ফের আলিপুর আদালতে তোলা হবে পরিবহণমন্ত্রী মদন মিত্রকে। গত শুক্রবার তাঁকে গ্রেফতার করে সিবিআই। প্রথম দফায় চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় আদালত। মঙ্গলবার ফের তাঁকে আদালতে পেশ করা হলে জামিনের আবেদন করেন মদন মিত্র।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আদালতে মদন মিত্র অভিযোগ করেন, তাঁর মুখ দিয়ে জোর করে মুখ্যমন্ত্রী এবং মুকুল রায়ের নাম বলানোর চেষ্টা করছে সিবিআই। সিবিআই হেফাজতের ৫ দিনের আবেদন খারিজ করে মদন মিত্রকে ৩ দিনের সিবিআই হেফাজত দেয় আলিপুর আদালত। তাঁর ভয়েস রেকর্ডিংয়ের আর্জিও খারিজ করে দেয় কোর্ট।


মঙ্গলবার আদালতে মদন মিত্র পুরোপুরি বিস্ফোরক ছিলেন। বিচারপতির কাছে সিবিআইএ-র বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানান। পশ্চিমবঙ্গের পরিবহণ ও ক্রীড়ামন্ত্রী আদালতে দাঁড়িয়ে বলেন 'আমি চোর না ডাকাত?', 'আমি সাইকোলজির পেশেন্ট', 'আমাকে মমতার নাম বলতে চাপ দেওয়া হচ্ছে', 'আমাকে মানসিকভাবে খুনের চেষ্টা করছে সিবিআই'।  


গ্রেফতার হওয়ার পরেও মদন মিত্র দাবি করেছিলেন তিনি রাজনৈতিক চক্রান্তের শিকার। সিবিআই-এর আচরণে তিনি দুঃখিত, জানিয়েছিলেন সেটাও। আজ, সুযোগ পেয়ে সিবিআই-এর বিরুদ্ধে আদালতে তাঁর সমস্ত ক্ষোভ উগড়ে দিলেন পরিবহণ মন্ত্রী।