সারদা রিয়েলিটি মামলায় ধৃত মদন মিত্রকে আজ আলিপুর আদালতে পেশ করবে সিবিআই। তার আগে আজ ভোরে ফের একদফা জেরার জন্য সিজিও কলপ্লেক্সে আনা হয় রাজ্যের পরিবহণমন্ত্রীকে। গ্রেফতারের পর মন্ত্রীর রাত কাটে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। ভোর ছটা বারো নাগাদ সেখান থেকে মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। জানা গেছে আদালতে পেশের আগে, আরও কয়েকটি বিষয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলে নিশ্চিত হতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসাররা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকাল সারদা কেলেঙ্কারির তদন্তে পরিবহণমন্ত্রী মদন মিত্রকে গ্রেফতার করে সিবিআই। তাঁর বিরুদ্ধে সুদীপ্ত সেনের থেকে অনৈতিক আর্থিক সুবিধা নেওয়া ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। সিজিও কমপ্লেক্সে শুক্রবার দু'দফায় প্রায় সাড়ে ৫ ঘণ্টা জেরা করা হয় মদন মিত্রকে। সিবিআই দফতরে পৌছতেই তাঁর হাতে একটি প্রশ্নমালা দেওয়া হয়। মদন মিত্রের দেওয়া উত্তরের ভিত্তিতে তাঁকে জেরা করেন, সিবিআই-এর জয়েন্ট ডিরেক্টর রাজীব সিং, এসপি উপেন্দ্র আগরওয়াল, ডিআইজি শঙ্খব্রত বাগচি এবং দিল্লি থেকে আসা এক অফিসার। দ্বিতীয় দফায় পরিবহণ মন্ত্রীর সঙ্গে কথা বলেন তদন্তকারী অফিসার। সিবিআই সূত্রে খবর, মদন মিত্রের সব উত্তরে সন্তুষ্ট হতে পারেননি তদন্তকারীরা।


গ্রেফতার হয়েছেন সারদার আইনজীবী নরেশ ভালোটিয়াও।