শ্রেয়শী গঙ্গোপাধ্য়ায়: শুক্রবার প্রকাশিত হয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষার ফল। আগামী ১০ জুন প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফল। এর মধ্যেই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক কাউন্সিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উচ্চ মাধ্যমিক কাউন্সিল সূত্রে খবর, এবার মাধ্যমিক পরীক্ষায় যায় সায়েন্স সাবজেক্টে ৩৫ শতাংশ নম্বর পেয়েছে তারা উচ্চ মাধ্যমিক স্তরে সায়েন্স পড়ার জন্য আবেদন করতে পারবে। এমনই সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক কাউন্সিল। আগে উচ্চ মাধ্যমিকে সায়েন্স পড়ার জন্য সায়েন্স সাবজেক্টে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর পেতে হতো। 


উল্লেখ্য, মাধ্যমিকে ভালো নম্বর পেয়েও বহু ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিতে চায় না। একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে, মাধ্যমিকে ভালো ফল করার পরও উচ্চ মাধ্যমিকে সায়েন্স পড়ার হার মাত্র ১০ শতাংশ। তাই সায়েন্স পড়ায় উত্সাহ বাড়াতে এইচএস বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।


উল্লেখ্য, শুক্রবার ৩ তারিখ প্রকাশিত হয়েছে চলতি বছরের মাধ্যমিকের ফল। পাস করেছে ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন। এবছর পরীক্ষায় পাসের হার ৮৬.৬ শতাংশ। পাসের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর(৯৭.৬৩ শতাংশ)।


এদিকে, আগামী শুক্রবার ১০ জুন প্রকাশিত হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিকের ফল। মার্কশিট সেদিনই বিতরণ করা হবে বিভিন্ন ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে। ফলাফল জানা যাবে http://wbresults.nic.in-এ। এছাড়া মেসেজ করেও জানা যাবে ফলাফল। মেসেজ করতে হবে ৫৬৭৬৭ ও ৫৬৭৬৭৫০ নম্বরে। লিখতে হবে এভাবে- WB12<ফাঁকা> ক্রমিক নম্বর।


আরও পড়ুন-এতবড় প্রশাসনিক ব্যর্থতা মেনে নেওয়া যায় না, কেকে-র মৃত্যু-বিতর্কে সরব রাজ্যপাল


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)