অর্ণবাংশু নিয়োগী: মাদ্রাসা কমিশনের দফতর থেকে উধাও উত্তরপত্র। এনিয়ে পুলিসের দ্বারস্থ কমিশন। ডাইরি হল সল্টলেকের একটি থানায়। পাশাপাশি ওই উত্তরপত্র আদালতে নিয়ে আসতে কমিশনকে ৩ সপ্তাহ সময় দিল কলকাতা হাইকোর্ট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি, গ্রুপ সি ও এসএলএসটিতে নিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। এনিয়ে সিবিআই তদন্ত শুরু হয়েছে। মামলা হয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধেও।


এনিয়ে হওয়া একটি মামলায় মাদ্রাসা সার্ভিস কমিশনের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। মামলা চলাকালীন নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বহু তথ্য তলব করেছে কলকাতা হাইকোর্ট। কিছু তথ্য দিলেও এখনও বহু তথ্য দিতে পারেনি মাদ্রাসা সার্ভিস কমিশন। সম্প্রতি একটি মামলায় কয়েকজনের উত্তরপত্র তলব করেছেন বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায়। ওই সব উত্তরপত্র খুঁজতে কমিশনকে ৩ সপ্তাহ সময় দিল আদালত।


আরও পড়ুন-ডাক্তারবাবু লেখেন এক, দোকানদার পড়েন আরেক! সুগারের রোগী একমাস খেলেন চড়া হার্টের ওষুধ


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)