নিজস্ব প্রতিবেদন : পুজোর আগেই খুলে দেওয়া হবে মাঝেরহাট ব্রিজে নীচের রাস্তা। সম্ভবত ১২ অথবা ১৩ অক্টোবর খুলে দেওয়া হবে রাস্তাটি। এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, হারিয়ে গেছে ফাইল! ডিএ মামলার ফয়সলা ঝুলে রইল ১৪ নভেম্বর পর্যন্ত


৪ সেপ্টেম্বর ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ। ব্রিজ ভেঙে আহত হন ১৯ জন। প্রাণ হারান ১ জন। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বেহালা। ঘুরপথে যাতায়াতে নাকানিচোবানি, দুর্ভোগের শিকার হন ওই এলাকার মানুষ। তবে পুজোর আগেই নীচের রাস্তা খুলে দেওয়ায় সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে।


আরও পড়ুন, বিয়ের ৬ মাসেই খুন গৃহবধূ, বদলায় শ্বশুরঘরেই কবর দিয়ে দেওয়াল তুলে দিলেন মৃতার আত্মীয়রা


অন্যদিকে, নতুন করে ব্রিজ তৈরির জন্য শুরু হয়ে গেল টেন্ডার ডাকার প্রক্রিয়া। ব্রিজ পুনর্নির্মাণের জন্য গ্লোবাল টেন্ডার ডাকা হবে। পরের সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে টেন্ডার ডাকার প্রক্রিয়া। প্রসঙ্গত, প্রথমে ব্রিজের ভগ্ন অংশ মেরামত করা হবে বলে স্থির হয়েছিল। পরে সেই সিদ্ধান্থ বাতিল করে ব্রিজ পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়।