নিজস্ব প্রতিবেদন : মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের জেরে যান চলাচলে বেশ কয়েকটি পরিবর্তন করা হয়েছে। কলকাতার সঙ্গে দক্ষিণ ২৪ পরগনার সংযোগকারী মূল রাস্তা ডায়মন্ড হারবার রোডের ওপর এই সেতু ভেঙে পড়ায় ডায়মন্ডহারবার থেকে শহর ও দক্ষিণ শহরতলীর যান চলাচল নিয়ন্ত্রন করা হচ্ছে। শহরের বিভিন্ন রাস্তায় পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে একাধিক রাস্তায় যানবাহন। চলুন দেখে নিই কোন ঘুরপথে যান চলাচল করছে...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

# ডায়মন্ডহারবার-বেহালাগামী বাস ও গাড়ি
হেস্টিংস ক্রসিংয়ের পরিবর্তে খিদিরপুর হয়ে - সিজিআর রোড - ব্রেস ব্রিজ - তারাতলা রোড - তারাতলা ক্রসিং হয়ে দক্ষিণে ...


# ডায়মন্ডহারবার - উত্তরমুখী বাস ও গাড়ি
তারাতলা ক্রসিং ভায়া তারাতলা রোড - ব্রেস ব্রিজ - হাইড রোড - সিজিআর রোড -হেস্টিংস


# বেহালাগামী যান
আলিপুর রোডের পরিবর্তে জাজেস কোর্ট রোড অথবা স্যান্ডেল রোড - ডায়মন্ডহারবার রোড - গার্ডেনরিচ ফ্লাইওভার/রিমাউন্ট রোড


# বজবজ থেকে কলকাতা মুখী যান
জিঞ্জিরা বাজার ক্রসিং ভায়া তারাতলা রোড - ব্রুকলিন রোড - গার্ডেনরিচ ফ্লাইওভার - রিমাউন্ট রোড - ডায়মন্ড হারবার রোড  


# পণ্যবাহী যান চলাচল বন্ধ (সকাল ৬টা থেকে রাত ১১টা )
* সিজিআর রোড, তারাতলা রোড, হাইড রোড, সাহাপুর রোড, আলিপুর স্টেশন রোড, টালিগঞ্জ সার্কুলার রোড, ডিপিএস রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড, এনএসসি বোস রোড, আলিপুর রোড, বেলভেডার রোড, ডায়মন্ডহারবার রোড


* দক্ষিণ ২৪ পরগণা থেকে ডায়মন্ডহারবার রোড ও বজবজ ট্রাঙ্ক রোড এবং হাওড়া কমিশনারেট থেকে দ্বিতীয় হুগলী সেতু হয়ে কলকাতায় পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে সকাল ৬টা থেকে রাত ১১টা।


# ট্রাম চলাচল বন্ধ
সিজিআর রোড, ডায়মন্ডহারবার রোড এবং জাজেস কোর্ট রোড