নিজস্ব প্রতিবেদন: সভা শেষের পর একেবারে মমতাময়ী দিদি। কর্মী-সমর্থকদের উদ্দেশে একেবারে দিদির মতো ঠা ঠা রোদে জল না খাওয়ার উপদেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, কেউ জল খাবেন না। ১৫ মিনিট পরে খাবেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সভার শুরু থেকে শেষে এদিন বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবসিদ্ধভঙ্গিতে মমতা শুরু করেন, ওরা কাটমানি ফেরত দাও বলছে, আমরা ব্ল্যাকমানি ফেরতের দাবি রাস্তায় নামব। ২৬ ও ২৭ জুলাই ব্ল্যাকমানি ফেরতের দাবিতে জেলায় জেলায়, ব্লকে ব্লকে, বুথে বুথে 'ব্ল্যাক মানি ফিরিয়ে দাও' আন্দোলনের ডাক দেন তৃণমূল নেত্রী।



মমতা আরও বলেন,'লক্ষ্য রাখছি, লোকসভার নির্বাচন হল চিটিং করে। ইভিএম প্রতারণা করে। সিআরপিএফ দিয়ে। সেন্ট্রাল পুলিস দিয়ে। অনেক রকমভাবে ভোট করে কিছু আসন পেয়েছে। সংখ্যাগরিষ্ঠ সিট পায়নি। ১৮টা পেয়েছে। তিন-চারটে সিটে একহাজার ভোটে জিতেছে। কাল ভোট হলে টোটালটা উল্টে যাবে'।   


ভাষণের শেষে আবার একেবারে স্নেহময়ী দিদি। মমতা বলেন,'কেউ জল খাবেন না। ১৫ মিনিট আগে জল খাবেন না। জল তেষ্টা পেলেও খাবেন না। এতক্ষণ রোদে বসে থেকেছেন। একটু পরে খাবেন। যেভাবে আপনারা এসেছেন, আমি আপনাদের স্যালুট করছি'। কর্মীদের আশ্বস্ত করে মমতা বলেন, 'ইতিহাসকে ছাপিয়ে দিয়ে আবার একটা ইতিহাস তৈরি করবে তৃণমূল। সবটা বলব না। ভাল থাকবেন। সাবধানে থাকবেন'।  


আরও পড়ুন- তোমাদের রাজনীতি কর্মসংস্থান নিয়ে আমাদের কবর..একুশের সভায় মুখ ফসকালেন অভিষেক