নিজস্ব প্রতিবেদন: রাজ্যের ক্লাবগুলিকে আর্থিক অনুদান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নেতাজি ইন্ডোরে তিনি ঘোষণা করলেন, বাংলার ৮,২৮৯টি ক্লাবের হাতে তুলে দেওয়া হবে ৮২ কোটি ৮৯ লক্ষ টাকা। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, 'টাকা দিয়ে ভোট পাওয়া যায় না।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিন রাজ্য সরকারের সম্মাননা পেয়েছেন ক্রীড়াবিদরা। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান,'১৬ জন ক্রীড়াবিদকে খেলসম্মান, ২৬ জনকে বাংলার গৌরব। ৭ জনকে ক্রীড়াগুরু ও  ১ জনকে জীবনকৃতী সম্মান দেওয়া হচ্ছে। আমরা সম্মান জানাতে পেরে গর্বিত।' ৮,২৮৯টি ক্লাবের হাতে ৮২ কোটি ৮৯ লক্ষ টাকা তুলে দেওয়ার কথাও ঘোষণা করেন মমতা। এর পাশাপাশি ৩৪টি স্পোর্টস অ্যাসোসিয়েশনকে ৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে।


ক্লাবকে অনুদান দেওয়া নিয়ে সমালোচনার মুখে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বিরুদ্ধে দান-খয়রাতির রাজনীতির অভিযোগ করেছে বিরোধী। সে দিকে ইঙ্গিত করে মমতা (Mamata Banerjee) বলেন,'৩ বছরে ১ লক্ষ টাকা করে ২৬ হাজার ক্লাবকে আর্থিক সাহায্য করা হয়েছে। কখনও কখনও শুনি ক্লাবগুলিকে কেন সাহায্য করা হবে, এনিয়ে অনেক বাবুদের রাগ আছে। ক্লাবগুলিকে সহযোগিতা করলে তো রাগের কারণ থাকতে পারে না। এই ক্লাবগুলিই তো এলাকায় মানুষের বিপদে-আপদে পাশে থাকে। কখনও একটু ক্যারাম খেলে, ফুটবল খেলে, রক্তদানের অনুষ্ঠান করে। কখনও দৌড়, আঁকার প্রতিযোগিতা করে। ' 


আরও পড়ুন- রাজ্যে ৭২,০০০ কোটির বিনিয়োগ, লক্ষাধিক চাকরির ঘোষণা Mamata-র; কাল্পনিক, কটাক্ষ BJP-র