পড়ুয়াদের সরকারি বৃত্তি পেতে ৭৫% নম্বর লাগবে না, ৬০% হলেই চলবে, ঘোষণা Mamata-র
সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী ও অনগ্রসর শ্রেণির জন্য শিক্ষাশ্রী প্রকল্পের কথাও মনে করিয়ে দিলেন মমতা (Mamata Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়ার মাপকাঠি কমিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার ভার্চুয়ালি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রী সংবর্ধনা দেয় রাজ্য সরকার। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, 'আগে ৭৫ শতাংশ পেলে উচ্চশিক্ষায় স্বামী বিবেকানন্দ বৃত্তি মিলত। এ বছর আমরা ৬০ শতাংশ করে দিয়েছি।'
সাধারণ পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ বৃত্তি প্রদান করে রাজ্য সরকার। সেজন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর পেতে হত পড়ুয়াদের। সেটাই কমিয়ে দিলেন মমতা (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর বার্তা,সংখ্যালঘুদের জন্য রয়েছে ঐক্যশ্রী। অনগ্ররসদের জন্য আছে শিক্ষাশ্রী। কন্যাশ্রী তো সব মেয়েদের জন্য আছে। সুযোগগুলো কাজে লাগাও অনেক বড় হতে হবে জীবনে। আর কিছুদিনের মধ্যে ৩ লক্ষ সাইকেল দেব সবুজসাথীতে। ট্যাব দেব দ্বাদশ শ্রেণির ১০ লক্ষ পড়ুয়াকে।
বিশ্ব-সহ ভারতের বিশ্ববিদ্যালয়গুলির পড়াশুনোর বিবিধ তথ্য এবার বাংলার ছাত্রছাত্রীদের হাতের মুঠোয় আসতে চলেছে বলে জানান মুখ্যমন্ত্রী। এ জন্য আসছে সরকারি পোর্টাল। মমতা (Mamata Banerjee) বলেন,'ভারত এমনকি সারা বিশ্বে যত বিশ্ববিদ্যালয় আছে, সেগুলির পড়াশুনো নিয়ে একটি পোর্টাল চালু করছি। সব ছাত্রছাত্রী ফ্রি-তে পাবে। আমেরিকা না গিয়ে অনলাইনে এটা দেখে নিতে পারি। তোমাদের জন্য করেছি। যাতে তোমরা বড় হতে পারো।'
আরও পড়ুন- BGBS: ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ কোথায়? Mamata-র কাছে শ্বেতপত্র দাবি Dhankhar-র
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)