BGBS: ১২ লক্ষ কোটি টাকার বিনিয়োগ কোথায়? Mamata-র কাছে শ্বেতপত্র দাবি Dhankhar-র
রাজ্যে বিনিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশের দাবি করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)।
নিজস্ব প্রতিবেদন: বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে (BENGAL GLOBAL BUSINESS SUMMIT) বিনিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। ১২ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ এসেছে বলে যে দাবি করেছে রাজ্য সরকার, তার সঙ্গে বাস্তবের মিল নেই বলে দাবি তাঁর।
টুইটারে রাজ্যপাল (West Bengal Governor) লিখেছেন,'২০২০ সালের ২৫ অগাস্ট বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের পঞ্চম সংস্করণে ১২ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তথ্যাদি চেয়েছিলাম। একবছর হয়ে গেলেও কোনও উত্তর আসেনি। শিল্পায়নের জন্য স্বচ্ছতা ও দায়বদ্ধতা থাকা দরকার। শিল্পে পশ্চিমবঙ্গ এখন অতীতের ছায়া।'
ON Aug 25,2020 sought from CM @MamataOfficial details of over Rs 12 LAC CRORE investments in 5 EDITIONS of BENGAL GLOBAL BUSINESS SUMMIT.
No response now for over a year.
Industrial climate calls for transparency & accountability.
In industry WB pale shade of what it was ! pic.twitter.com/jX8q5FocIW
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) September 2, 2021
কী কী তথ্য সরকারের কাছ থেকে তিনি চেয়েছিলেন তা-ও উল্লেখ করেছেন রাজ্যপাল (West Bengal Governor)। তিনি লিখেছেন,'২০১৬ সাল থেকে গ্লোবাল বিজনেস সামিটে প্রতি বছর কত খরচ হয়েছে। কতগুলি মউ স্বাক্ষর হয়েছে, প্রতিটা সামিটে কত বিনিয়োগ ও চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ২০১৬ সাল থেকে কত বিনিয়োগ ও কর্মসংস্থান হয়েছে।'
Details sought were:
1.Year-wise amount spent since 2016 in holding (BGBS);
2.Number of MoUs signed, investment and jobs promised in each of BGBS annual events since 2016;
3.Achievements qua each BGBS event since 2016 as regards actual investment made, and jobs created?
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) September 2, 2021
রাজ্যপালের দাবি, ১২ লক্ষ কোটির টাকার বেশি বিনিয়োগের সঙ্গে বাস্তবের মিল নেই। তাই শ্বেতপত্র প্রকাশ করুন মমতা বন্দ্যোপাধ্যায়। ধনখড়ের মতে,'পশ্চিমবঙ্গের অতীত গৌরব পুনরুদ্ধারের জন্য দরকার ব্যাপক শিল্পায়ন। শিল্পায়নের পরিবেশ তৈরি করতে পারে সংবিধান ও আইনের শাসন মেনে চলা প্রশাসনই।'
White Paper @MamataOfficial on BGBS needed as ground reality does not reflect investment of over Rs 12 Lac Cr.
WB needs rapid industrialisation to regain its lost glory.
Governance as per constitutional norms and rule of law alone can generate climate for industrialisation.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) September 2, 2021
আরও পড়ুন- HC: 'বিনা চিকিৎসা'য় ছেলের মৃত্যুর এক বছর পর হাইকোর্টের নির্দেশে মা জানলেন কোভিড ছিল না
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)