নিজস্ব প্রতিবেদন : কোভিড পরিস্থিতিতে বাস মিনিবাসকে কর ছাড়ের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাস, মিনিবাসের কর মকুব করা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মুখ্যমন্ত্রী এদিন বলেন, "পশ্চিমবঙ্গ মোটরভেহিক্যাল অ্যাক্ট ১৯৭১ অনুযায়ী ১ এপ্রিল ২০২০ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত কর মকুব করল রাজ্য সরকার। বাস, মিনিবাস ক্ষেত্রে এই ছাড় দেওয়া হবে। পাশাপাশি একই সময়ের জন্য অতিরিক্ত করও মুকুব করা হল। শুধু তাই নয় এই সময়ের জন্য পারমিট ফি-ও মুকুব করল রাজ্য সরকার।"


একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, ৩১ মার্চ ২০২০-র মধ্যে যাঁরা এই ট্যাক্স দেননি, তাঁদের ৩১ আগস্টের মধ্যে সেই কর জমা দিতে হবে। তবে এক্ষেত্রে তাঁদের কোনও ফাইন দিতে হবে না। এমনকি পরবর্তীতে তাঁরা এই কর ছাড়ের আওতায় পড়ে যাবেন। 


মুখ্যমন্ত্রী বলেন, "সরকারের কাছে কোনও টাকা নেই। তবুও আমরা আগে এককালীন ১৫ হাজার টাকা করে দেওয়ার কথা বলেছিলাম। কিন্তু বাস মালিক সংগঠনের পক্ষ থেকে এই কর ছাড়ের দাবি করা হয়। সেই দাবি মেনে নিয়েই এই ছাড় দেওয়া হল। " পাশাপাশি করোনা রুখতে তিনি সামাজিক দূরত্ব মেনে বাসে চালানোর জন্য আবেদন করেন।


আরও পড়ুন, ২৩ জেলায় মোট ৩৬ জন! কথায় লাগাম পরাতে এবার জেলাস্তরেও মুখপাত্র তৃণমূলের