CAA বিরোধী আন্দোলনে পড়ুয়াদের পাশে তৃণমূল, ঘোষণা মমতার
`মা-বাবার জন্মদিনই জানি না। বার্থ সার্টিফিকেট কোথায় পাব!`
নিজস্ব প্রতিবেদন : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আজ ফের পথে নেমে প্রতিবাদের সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "মা-বাবার জন্মদিনই জানি না। বার্থ সার্টিফিকেট কোথায় পাব!" কেন্দ্রীয় সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে বললেন, "বিজেপিকে বলছি। আগুন নিয়ে খেলবেন না।" এদিন রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত মিছিলে হাঁটেন মুখ্যমন্ত্রী।
এদিন তৃণমূল নেত্রী বলেন, "যত দিন যাচ্ছে মিছিলে সমর্থন বাড়ছে। অনেক আন্দোলন করেছি তাই গতি চিনি। বিজেপি মিথ্যা বলছে। এটা শুধু মুসলিম নয়, হিন্দু-বৌদ্ধ সবার লড়াই। গোটা বিশ্বে সব ধর্মের লোক বাস করে। আমরা ভাগাভাগি নয়, ভালবাসার কথা বলি। রোটি কাপড়া মকান না দিয়ে টেনশন দিচ্ছ? সবাইকে ভাগিয়ে দিলে তুমি কোথায় থাকবে?"
এদিনের সভা থেকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ছাত্রদের আন্দোলনের পাশে থাকার বার্তা দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "একজন ছাত্রের উপর অত্যাচার হলে সবাই একজোট হবে। হস্টেলে বলছে খালি করে দাও। ছাত্রদের উপর অত্যাচার হচ্ছে। মুভমেন্টে যারা গিয়েছে, তারা ক্রিমিনাল। তাহলে তোমরা কি?" বলেন, "ছাত্ররা আন্দোলন চালিয়ে যান, তৃণমূল তাঁদের পাশে রয়েছে।"
আরও পড়ুন, CAA: মানুষকে আইন বোঝাতে বাড়ি বাড়ি যাবেন ৩০ হাজার বিজেপি বিস্তারক
মল্লিকবাজারের সভা থেকে এদিন উচ্চকণ্ঠে বিরোধিতার সুর বেঁধে দেন মমতা। সাফ বলেন, "দেশের জন্য যারা চাষ করছে, মজদুরি করছে, সেই গরিব মানুষকে তাড়িয়ে দেবে? গরিবের ওপর জোর জুলুম মানব না।" তৃণমূল নেত্রী জানিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় ২৯৪টি কেন্দ্রে ধরনা কর্মসূচি পালন করবেন তিনি। এনআরসি ও সিএএ-র বিরোধিতায় আগামি ২৯ ডিসেম্বর ঝাড়খণ্ডে ও ৩০ ডিসেম্বর পুরুলিয়ায় সভা করবেন তিনি।