নিজস্ব প্রতিবেদন: সময়ের আগেই ২১ জুলাইয়ের মঞ্চে পৌঁছে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চে উঠে সকলের সঙ্গে কথা বলেন দলনেত্রী। এরপর বলতে শুরু করেন তিনি। মমতা বলেন, আসার সময় দেখছিলাম, রেড রোডে ২-৩ লক্ষ লোক দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে, আরও একটা ব্রিগেড হচ্ছে।      
  
এরপরই উপস্থিত জনতার উদ্দেশে মমতা বলেন, 'কেউ মিটিং ছেড়ে যাবেন না। যতক্ষণ আমি কথা শেষ করি। এখন পৌনে ১টা বাজে। অনেকে দূরদূরান্ত থেকে এসেছেন। কেউ বাসে এসেছেন। কেউ ট্রেনে এসেছেন। আবার ট্রেন থেকে নামার পর হেঁটে বাস ধরেছেন। পুরুলিয়া, বাঁকুড়া থেকে আসতে ৯-১০ ঘণ্টা গাড়িতে লেগে যায়। বসিরহাট, সন্দেশখালি, সাগর থেকে আসতে গেলে ৪-৫ ঘণ্টা লাগে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বিজেপির বিরুদ্ধে সভা পণ্ড করার অভিযোগও করেছেন মমতা। তাঁর কথায়,'অনেক জায়গায় ট্রেন বন্ধ করে দিয়েছে, খবর আসছে। বিজেপি ভাবছে সরকারে আছে, ট্রেন ওদের আন্ডারে'।


মমতা আরও বলেন,'লক্ষ্য রাখছি, লোকসভার নির্বাচন হল চিটিং করে। ইভিএম প্রতারণা করে। সিআরপিএফ দিয়ে। সেন্ট্রাল পুলিস দিয়ে। অনেক রকমভাবে ভোট করে কিছু আসন পেয়েছে। সংখ্যাগরিষ্ঠ সিট পায়নি। ১৮টা পেয়েছে। তিন-চারটে সিটে একহাজার ভোটে জিতেছে। কাল ভোট হলে টোটালটা উল্টে যাবে'।  


আরও পড়ুন- মন খারাপ অনুব্রত-র! ঢিল ছোড়া দূরত্বে থেকেও উপস্থিত থাকছেন না কেষ্ট