রাতে ঠাকুর দেখা বন্ধ, যে রটিয়েছে একশোবার ওঠবোস করান, মমতার নিশানায় BJP
দুর্গাপুজোয় ঠাকুরদেখা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে ভুয়ো বার্তা।
নিজস্ব প্রতিবেদন: দুর্গাপুজোয় রাতে ঠাকুর দেখা বন্ধ, জারি থাকবে কার্ফু। অষ্টমীর অঞ্জলিতে ফুল দেওয়া যাবে না- এমন নানা বিধি নিয়ে একটি বার্তা ঘোরাফেরা করছে ফেসবুক, হোয়াটসঅ্যাপে। ওই বার্তাটি ভুয়ো বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নবান্নে নির্দেশ দিলেন, দোষীদের প্রকাশ্যে একশোবার কান ধরে ওঠবোস করাতে হবে।
করোনা পরিস্থিতিতে কি দুর্গাপুজার ঠাকুরদেখায় কাটছাঁট হতে চলেছে? বাঙালি যখন উদ্বেগে দিন কাটাচ্ছে, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে কী কী বিধি মানতে হবে আসন্ন দুর্গোৎসবে। এমন ভুয়ো বার্তায় রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ পুলিসও টুইট করে জানিয়েছে,''দুর্গাপুজো নিয়ে রটানো হচ্ছে হোয়াটসঅ্যাপে। এই ধরনের কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বার্তাটি অন্য কাউকে প্রেরণ করবেন না। এটা ভুয়ো। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।''
নবান্নে পুলিস দিবসের অনুষ্ঠানে বিজেপির নাম না করে তিনি বলেন,''ফেক আইটি সেল, নামটা করে বলতে চাই না। সরকার ছাড়া রটিয়ে দিয়েছে, দুর্গাপুজোয় কাউকে রাতে বেরোতে দেওয়া হবে না। আমি বলি এরা কোন হরিদাসপাল, কোন গর্দশিক্ষিতের দল কোন অশিক্ষিতের দল! সরকার ক্লাবগুলিকে নিয়ে দুর্গাপুজোর বৈঠক করে। এখনও তেমন মিটিংই করেনি সরকার। অতিমারির জেরে পয়লা বৈশাখ, গণপতি, ইদ, মহরম- কোনও উৎসবই পালিত হয়নি। দুর্গাপুজোর দেরি আছে। করোনা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।''
মমতা আরও বলেন,''দুর্গাপুজোকে নিয়ে অবহেলা করে, অসম্মান করে। উৎসবের একটা সিস্টেম আছে। বাংলার দুর্গাপুজো জাতীয় উৎসব। বড় বড় কথা বলছেন। মানুষে মানুষে দাঙ্গা করার কথা বলছেন। তাঁরা কিন্তু রেহাই পাবেন না। পুলিসকে বলেছি, যেখান থেকে ভুয়ো খবর ছড়ানো হয়েছে, তাদের কান ধরে প্রকাশ্যে একশোবার ওঠবোস করাও।''
আরও পড়ুন- বাদ বৈশাখী, জায়গা পেলেন জ্যোতির্ময়ী, ১০৫ জনের নয়া রাজ্য কমিটিতে ২৫ শতাংশ নতুন মুখ