নিজস্ব প্রতিবেদন: বাংলায় কোভিড সংক্রমণের হার অনেকটাই কমেছে। শনিবার নবান্নে সাংবাদিক বৈঠকে সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর বক্তব্য, বিধিনিষেধ মেনে চললে পরিস্থিতি আরও ভালো হবে।                


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরিসংখ্যান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এ দিন বলেন,''কোভিড সংক্রমণের হার ৩৩ শতাংশ থেকে নেমে গিয়েছে ১৮-১৯ শতাংশে। সাধারণ মানুষ সাহায্য না করলে এটা হতে পারত না। আরও ১৫ দিন বিধিনিষেধ ধরে রাখলে এই হার ভালো হবে। দ্বিতীয় ঢেউয়ে গড় মৃত্যু ০.৫৬%। প্রথম ঢেউয়ে ছিল ১.৬৭ শতাংশ।'' 


বাংলায় এ পর্যন্ত ১ কোটি ৪০ লক্ষ টিকা (Covid Vaccine) দেওয়া হয়েছে বলেও জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়,''গরিব মানুষ যাঁরা বেশি বাইরে থাকেন যেমন অটো চালক, হকার, বাস চালক, সবজিওয়ালা, আশাকর্মী, ডাক্তার, নার্স, মৎস্য বিক্রেতা, পুলিস, পার্শ্বশিক্ষকদের টিকাকরণে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সরকারের তরফে ১ কোটি ৪০ লক্ষ টিকা দিতে পেরেছি। আগামী দিনে যতটা পারব দেওয়ার চেষ্টা করব। যতটা পেয়েছি তার ভিত্তিতে কোভিড টিকাকরণে ১ নম্বরে আছে বাংলা। ৩ কোটি ভ্যাকসিন চেয়েছি। ২ কোটি আমরা দেব। ১ কোটি বেসরকারি সংস্থাকে দেওয়া হবে।''


আরও পড়ুন- আমার উপরে রাগ থাকলে বাংলার জন্য প্রধানমন্ত্রীর পা ধরতে পারি: Mamata