আধার তথ্য ফাঁসের খবরে আশঙ্কাপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
একটি সংবাদমাধ্যমের স্টিং অপারেশনে আধার তথ্য ফাঁস হয়েছে বলে দাবি। সেই খবরে আশঙ্কাপ্রকাশ মুখ্যমন্ত্রীর।
নিজস্ব প্রতিবেদন: পাঁচশো টাকা খরচ করলেই মিলছে আধারের তথ্য। একটি সংবাদমাধ্যমের স্টিং অপারেশনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠেছে। সেই খবরে আশঙ্কাপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটারে তিনি লিখেছেন, ''প্রথম থেকেই আমি বলে আসছি আধার কার্ড গোপনীয়তা ভঙ্গ করবে। তথ্যের সুরক্ষা নিশ্চিত করেই এই ব্যবস্থা চালু করা উচিত। সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, অল্প টাকা দিলেই আধার কার্ডের তথ্য মিলছে। এটা সত্যি হলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ভঙ্গ হবে।''
আরও পড়ুন- লোগোর পর রাজ্যের নাম পরিবর্তনই লক্ষ্য মুখ্যমন্ত্রীর
দেশের সমস্ত নাগরিককে সতর্ক থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এর পাশাপাশি ই-টেন্ডারে বাংলার সাফল্যের কথাও তুলে ধরেছেন তিনি।