জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রয়াত টেকনো ইন্ডিয়া গ্রুপ–এর কো চেয়ারপার্সন, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির গভর্নিং বডি সদস্য, আজকাল দৈনিকের ডিরেক্টর মৌ রায়চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Papiya Adhikari: 'টলিউডে আরও বড় শাহজাহান আছে', বিস্ফোরক পাপিয়া...


মঙ্গলবার সকালে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর এই অকালমৃত্যুতে শোকাহত স্বামী সত্যম রায়চৌধুরী, পুত্র দেবদূত, অগনিত সহকর্মী ও অনুরাগীরা। তাঁর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তাঁর চেনা পরিচিত অনেকেই। এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, বাংলার অগ্রগণ্য শিল্পোদ্যোগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৌ রায়চৌধুরীর প্রয়াণে অকস্মাৎ শূন্যতা সৃষ্টি হল। 



সাহিত্য–সংস্কৃতিতে গভীর অনুরাগের জন্য খ্যাতি ছিল তাঁর। কবিতা লেখার হাতটি ছিল চমৎকার। প্রকাশিত বইগুলি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। সুস্থ, সফর, খেলা পত্রিকার সম্পাদক ছিলেন মৌ রায়চৌধুরী। অন্য ঘরানার সম্পাদকীয় নতুন মাত্রা যোগ করেছিল পত্রিকাগুলিতে। শারদীয় আজকালেরও সম্পাদক ছিলেন তিনি। 


আরও পড়ুন- Thunderstorm in Bengal: কালবৈশাখীর দাপট রাজ্যে, মৃত অনেকে


শুধু লেখা বা সম্পাদনাই নয়, গানও গাইতেন তিনি। তবে তাঁর মধুর স্বভাব ও সদাহাস্য মুখের জন্য খুব সহজেই তিনি পৌঁছে যেতেন সকলের হৃদয়ের কাছাকাছি। নানা ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন মৌ রায়চৌধুরী। 



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)