Mamata Banerjee: সাফাইকর্মীদের দেখে হৃদয় কাঁদল মমতার, মাঘের সকালে তাঁদের শীতবস্ত্রে মুড়লেন উষ্ণতায়
Mamata Banerjee Distributes Blankets To Roda Cleaners Of Kolkata: শীতের সকালে সাফাই কর্মীদের দেখে কষ্ট হল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। গাড়ি চেপে চলে যেতে পারলেন না নবান্নে। পথেই...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। পরিচয়- পশ্চিমবঙ্গের অষ্টম মুখ্য়মন্ত্রী। জননেত্রী অর্থাৎ মানুষের নেত্রী তিনি। এই রাজ্যের কোটি কোটি মানুষের বিপুল ভালোবাসায় রয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে মুখ্য়মন্ত্রী এমন এক কাজ করলেন, যা দেখার পর তাঁর প্রতি সম্মান আরও বেড়ে যাবে। মানবিক মমতা রাজপথে নেমে দেখলেন, মাঘের হাড় কাঁপানো ঠান্ডায় কাজ করছেন সাফাইকর্মীরা। যা দেখে তাঁর হৃদয় কেঁদে উঠল। কনভয় থামিয়ে, নিজে হাতে করে কম্বল তুলে দিলেন সেই সাফাইকর্মীদের হাতে। তৃণমূল কংগ্রেসের (All India Trinamool Congress) প্রতিষ্ঠাতা নিজেই ফেসবুকে পোস্ট করে জানালেন সেই কথা।
আরও পড়ুন: শুরু কলকাতা বইমেলা, উদ্বোধনে নিজের লেখা কবিতা শোনালেন মুখ্যমন্ত্রী...
মমতা লেখেন, 'মিলন-প্রভাতে দূরের মানুষ আসিল নিকটে মম।' প্রতিদিনের মতো, আজও বাড়ি থেকে নবান্ন যাওয়ার পথে সাফাই কর্মীদের দেখে আমার কষ্ট হচ্ছিল। এই শীতের দিনে তাঁদের জীবনযাপন আমাকে ভাবায়, আমার হৃদয়ে বেদনার সঞ্চার করে। তাঁরা আমার এই শহর তথা রাজ্যকে পরিষ্কার রাখে। তাই আজ, নবান্ন যাওয়ার সময় সেই সকল মানুষের হাতে তুলে দিলাম কম্বল। আমার নিজের সাধ্যমত সর্বদা সকল মানুষের পাশে থাকতে আমি বদ্ধপরিকর। আমার রাজ্যের যে-কোনো প্রান্তে কোনো একজন মানুষও যদি দুঃখে-কষ্টে থাকে, তাহলে তা আমার কাছে সমান বেদনাদায়ক। জনসেবা করার জন্যই নিজের গোটা জীবনকে সঁপে দিয়েছি গণদেবতার স্বার্থে। তাঁরা ভালো থাকলেই আমার ভালো থাকা। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।' স্বয়ং মুখ্যমন্ত্রীর হাত থেকে কম্বল পেয়ে সাফাই কর্মীদের মুখে হাসি ফুটে উঠেছে। কেউ কেউ মমতাকে প্রণাম করে ধন্য়বাদও জানিয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp)