ওয়েব ডেস্ক: সরকারের সাফল্য তুলে ধরার অনুষ্ঠান। রেডরোডের সেই ম়ঞ্চ থেকেই ভোটের দামামা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। নিশানা করলেন বিরোধীদের। তোপ দাগলেন কেন্দ্রের বিরুদ্ধে। বুঝিয়ে দিলেন দরজায় কড়া নাড়ছে বিধানসভা ভোট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রেড রোডে ২৬ জানুয়ারির প্যারেড। পরের দিন সেই মঞ্চেই  সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।  তিন ঘণ্টার অনুষ্ঠানে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন শিল্যানাস তো হলই। দিলেন পুলিস পদকও। তবে, বেশিরভাগ সময়টাই, মমতা বন্দ্যোপাধ্যায় খরচ করলেন সরকারের সাফল্যের প্রচারে।


সাফল্যের খতিয়ান
-------------
৩১ লক্ষ ছাত্রীকে কন্যাশ্রী
১৬ লক্ষ ছাত্রকে শিক্ষাশ্রী
৪০ লক্ষ ছাত্রছাত্রীকে সাইকেল প্রদান
১ কোটি ২৫ লক্ষ সংখ্যালঘু শংসাপত্র প্রদান
৬০ হাজার লোকশিল্পীকে অনুদান


শুধু সাফল্য নয়। মঞ্চ থেকে নিশানা করলেন বিরোধীদের। তোপ দাগলেন কেন্দ্রের উদ্দেশ্যেও। আইনশৃঙ্খলা থেকে নারী নির্যাতন। উত্‍সব থেকে ক্লাব অনুদান কিংবা শিল্প। গত সাড়ে চার বছরে এসব ক্ষেত্রে বার বার সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁর সরকারকে। রেডরোডের মঞ্চ থেকে জবাব দিলেন সেই সব সমালোচনার। সঙ্গে আক্ষেপ আরও আগে ক্ষমতায় এলে, আরও বেশি উন্নয়ন করতে পারতেন। নামে সরকারি অনুষ্ঠান হলেও, এদিন রেডরোডের মঞ্চকে কার্যত ভোটের প্রচারের জন্যই ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী। বুঝিয়ে দিলেন দরজায় কড়া নাড়ছে বিধানসভা ভোট।