সুতপা সেন:  কালীঘাটে বাড়ি থেকে ভার্চুয়ালি কলকাতা ও জেলায় জেলায় পুজোর উদ্বোধন করলেন মু্খ্যমন্ত্রী। বললেন, 'আমি এমনিতে ঠিক আছি। কিন্তু আমার পায়ে একটা চোট আছে। কিছুদিন লাগবে সারতে, ওখানে সংক্রমণ হয়ে গিয়েছে। আমি যদি এখন হাঁটাহাঁটি শুরু করি, তাহলে পরে এটা আবার বাড়বে। ডাক্তারদের বারণ আছে। আপনাদের কাছে সশরীরে উপস্থিত না থাকলে, মানসিকভাবে কিন্তু আমি পৌঁছে গিয়েছে'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Upper Primary: 'পুজোর আগেই নিয়োগ চাই', মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে দৌড় চাকরিপ্রার্থীদের...


আর গোনা কয়েকটা দিন। পুজো আসছে। শহরের উৎসবে আমেজ। প্রতিবছর পুজোর উদ্বোধন করেন মুখ্য়মন্ত্রী। সশরীরে হাজির হন বিভিন্ন প্য়ান্ডেলে। এমনকী, দেবীর চোখও আঁকেন। সেই রীতিতে ছেদ পড়ল এবছর।


ভার্চুয়ালি পুজো উদ্বোধনে মুখ্য়মন্ত্রী
----
কলকাতা
---
শ্রীভূমি স্পোর্টিং
আহিরীটোলা সার্বজনীন
টালা প্রত্যয়
এন্টালি মাতৃভূমি
হাতিবাগান সার্বজনীন

-----
জেলায় জেলায় পুজো উদ্বোধন
---
কোচবিহারে  ২৭  
আলিপুরদুয়ারে  ১৪
জলপাইগুড়িতে ৮২ 
 দার্জিলিংয়ে  ২১ 
 কালিম্পংয়ে ৩
 উত্তর দিনাজপুরে ৪১ 
দক্ষিণ দিনাজপুরে ২৩
 মালদহে ৪৪ 
 মুর্শিদাবাদে ৩২
বীরভূমে  ৩৬ 
পশ্চিম বর্ধমানে ৩২ 
 পূর্ব বর্ধমানে ৪৩ টি
বাঁকুড়ায় ৪২
পুরুলিয়ায় ৪০
 ঝাড়গ্রামে  ৩৯
পশ্চিম মেদিনীপুরে  ৩৩ টি
পূর্ব মেদিনীপুরে ৩১
নদীয়ায় ৩১
হুগলিতে  ২৯ টি
হাওড়ায়  ২৭ টি
উত্তর ২৪ পরগনায়  ৬৫
দক্ষিণ ২৪ পরগনায় ৪৯



মুখ্যমন্ত্রী বলেন, 'হেলিকপ্টার যখন পড়ে গিয়েছিলাম, তখন বড় চোট লেগেছিল। তারপর বার্সেলোনা যখন আমি গেলাম, তখন ফলস স্টেপিংয়ের জন্য সেখানে লেগে গেল। ওই নিয়ে সব প্রোগামগুলি করেছি। তখনই আমার পায়ে খুব যন্ত্রণা ছিল। কিন্তু যেহেতু আন্তজার্তিক অনুষ্ঠান, বাংলার অনুষ্ঠান। তাই একটা অনুষ্ঠানও বাতিল করতে চাইনি। প্রত্যেকটি প্রোগ্রাম করে ফিরে এসে ডাক্তার দেখিয়েছি'। সঙ্গে ঘোষণা,  'কলকাতায় পুজো কার্নিভাল হবে ২৭ অক্টোবর, আর জেলায় ২৬ অক্টোবর'।


মন্ত্রী ববি হাকিমকে আহিরীটোলা সর্বজনীনের প্রতিমা সংরক্ষণ করার  নির্দেশ দিয়েছেন মু্খ্যমন্ত্রী। জানিয়েছেন, 'সিকিমের প্রাকৃতিক দুর্যোগের কারণে কালিম্পং এর যে তিনজন মারা গিয়েছেন তাদের পরিবার কে রাজ্য সরকারের পক্ষ থেকে তিন লক্ষ টাকা করে দেওয়া হবে'। 


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)