নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রীর বিদেশ সফরের সুফল পেল পশ্চিমবঙ্গ। রাজ্যে এল বিদেশি লগ্নি। চামড়ার পণ্য রফতানি ও গুণাগুণ কীভাবে রক্ষা করা যায়, তা নিয়ে বানতলায় একটি প্রকল্পের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পে ৮০ শতাংশ অর্থ দেবে ইউরোপিয়ান ইউনিয়ন। বানতলা লেদার কমপ্লেক্সে ৫ লক্ষ কর্মসংস্থান হবে বলে এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী। বিদেশি প্রতিনিধিদের আরও একবার বাংলায় বিনিয়োগের আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা, আসুন, বিনিয়োগ করুন। বাংলার সরকার আপনার পাশে আছে। 
 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চর্মশিল্পে উন্নতির জন্য প্রশিক্ষণ প্রকল্প শুরু হল বানতলায়। তার ৮০ শতাংশ অর্থের জোগান দেবে ইউরোপিয়ান ইউনিয়ন। ইতিমধ্যেই প্রশিক্ষণের জন্য ইতালি থেকে বসানো হয়েছে মেশিন। বানতলা লেদার কমপ্লেক্সে কমপক্ষে ৫ লক্ষ কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১০০০ কোটি অর্থ ব্যয়ে নির্মিত বানতলায় বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ৮০ হাজার কোটি টাকার। মুখ্যমন্ত্রী বলেন, ''ক্ষুদ্র ও মাঝারি এবং দক্ষতানির্ভর (স্কিল) শিল্পে এক নম্বরে রয়েছে রাজ্য। ভবিষ্যতে দেশকে পথ দেখাবে পশ্চিমবঙ্গ।''


 এর পাশাপাশি পূর্ব মেদিনীপুরে দিঘার কাছে ২০০ মেগাওয়াটের একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের সূচনা হল বুধবার। ১২০০ কোটি টাকার এই প্রকল্পে ১০০০ কোটি বিনিয়োগ করেছে জার্মানির সংস্থা কেএফডব্লিউ। বাকি ২০০ কোটি টাকা দেবে রাজ্য সরকার। এই প্রকল্পে ইতিমধ্যেই দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। কয়েক হাজার কর্মসংস্থান হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


ভার্চুয়াল সভায় এদিন উপস্থিত ছিলেন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি, জার্মানির উপ-রাষ্ট্রদূত স্টিফেন গাঁরভর ও ইতালির ডি লুকা। করোনার সময়েও দ্রুতগতিতে কাজ সম্পন্ন করার জন্য সকলকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। বলেন, ''এটা দেখে অন্যদের শিক্ষা নেওয়া উচিত। কোভিড পরিস্থিতিতে বন্ধ না রেখে তাঁরা কাজ চালিয়ে গিয়েছেন।''


আরও পড়ুন- কোভিড আক্রান্ত TMC নেতাকে প্লাজমা দিতে ছুটে গেলেন CPM নেতা