নিজস্ব প্রতিবেদন : উনিশের ১৯ জানুয়ারি ব্রিগেডের মঞ্চ থেকে 'ইউনাইটেড ইন্ডিয়া' বা 'ঐক্য়বদ্ধ ভারত' গড়ার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী বিরোধিতায় অবিজেপি জোট গড়ার ডাক দিয়েছিলেন তৃণমূল নেত্রী। ব্রিগেডের মঞ্চে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাককে সমর্থন করে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তেলেগু দেশম পার্টির প্রধানের আমন্ত্রণে এবার বিশাখাপত্তনমের জনসভায় যোগ দিচ্ছেন তৃণমূল নেত্রী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এদিন বিকালে বন্দর শহর বিশাখাপত্তনের প্রিয়দর্শিনী স্টেডিয়ামে চন্দ্রবাবু নাইডুর প্রচারে জনসভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সভা থেকে ফের একবার বিরোধী জোটের বার্তা দেবেন তৃণমূল নেত্রী। মোদী বিরোধী অবিজেপি জোটের বিষয়ে কনফিডেন্ট মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে বিশাখাপত্তনম উড়ে যাওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, "বিরোধী দলের জোট নিয়ে ১০০ শতাংশ আশাবাদী।" আরও বলেন, "দেশে যা চলছে, তাতে সবাইকে এগিয়ে এসে মোদী সরকারের বিরুদ্ধে ভোট দিতে হবে।"


ছবিতে দেখুন, পোশাকেও মোদীকে টেক্কা, 'মমতা শাড়ি'-তে ফ্রেমবন্দি তৃণমূল কাউন্সিলর  


আজকের জনসভার পর আগামিকাল  সোমবার কলকাতায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গ সফরে বেরিয়ে যাবেন তৃণমূল নেত্রী। ৪ তারিখ কোচবিহারে সভা করবেন তিনি। এরপর ৫ তারিখ অসমের ধুবুড়িতে সভা করার কথা রয়েছে তাঁর। তারপর আলিপুরদুয়ার, দার্জিলিং, জলপাইগুড়ি , রায়গঞ্জে প্রচার সেরে ১৩ এপ্রিল কলকাতায় ফিরবেন তিনি।