Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে ঢুকে ধৃত হাসনাবাদের যুবক, তোলা হল আলিপুর আদালতে
মুখ্যমন্ত্রীর বাসভবনকে মূলত তিনটি সিকিউরিটি জোনে ভাগ করা হয়। পাড়ার যেসব গলি তাঁর বাড়ির কাছাকাছি গিয়েছে সেখানে কড়া নজরদারি থাকার কথা
পিয়ালী মিত্র: শনিবার রাতে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চত্বরে ঢুকে পড়ে উত্তর ২৪ পরগনার এক যুবক। ধৃত সেই যুবককে আজ তোলা হল আলিপুর আদালতে।
কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়ার অভিযোগে গ্রেফতার ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৪৫৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগ, ক্ষতিকরার উদ্দেশ্যেই মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে ঢুকেছিল ওই হাফিজুল মোল্লা(৩১) নামে ওই যুবক। তার বাড়ি উত্তর ২৪ পরগনার হাসনাবাদের নারায়ণপুরে।
ধৃত যুবককে রাখা হয় আলিপুর পুলিস লকআপে। সেখানে মোতায়েন করা হয় ১০-১৫ জন এআরএস অফিসার। আজ তাকে আলিপুর আদালতে তোলা হয়।
ওই যুবক পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর গাড়ি রাখার জায়গায়। শুধুমাত্র মুখ্যমন্ত্রী বাড়ি চত্বরে ঢোকাই শুধু নয়, সারা রাত ওই যুবক ছিলেন ভেতরেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে দিনরাত যেখানে মুখ্যমন্ত্রীর বাড়িতে কড়া নিরাপত্তায় মুড়ে রাখা হয় সেখানে এরকম ঘটনা ঘটল কী করে? ধৃত যুবককে জিজ্ঞাসবাদ করে কালীঘাট থানার পুলিস।
মুখ্যমন্ত্রীর বাসভবনকে মূলত তিনটি সিকিউরিটি জোনে ভাগ করা হয়। পাড়ার যেসব গলি তাঁর বাড়ির কাছাকাছি গিয়েছে সেখানে কড়া নজরদারি থাকার কথা। সেই নিরাপত্তা বলয় ভেঙে কীভাবে ওই যুবক মুখ্যমন্ত্রী বাড়িতে পৌঁছে গেলেন সেটাই এখন খুঁজে দেখা হচ্ছে। পুলিসের সন্দেহ কোনও অসত্ উদ্দেশ্য নিয়েই ওই যুবক মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিলেন। কিন্তু যখন ওই যুবক মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকলেন তখন মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা কী করছিলেন। কীভাবে তাদের নজর এড়িয়ে গেল তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন-মরনোত্তর দেহদান, রবীন্দ্র সদন বা নন্দনে যেতে চাননি প্রয়াত তরুণ
আরও পড়ুন-'বাংলা ছবির স্তম্ভ, আমার শিক্ষক ছিলেন তনু জেঠ্যু', প্রসেনজিৎ
আরও পড়ুন-Mamata Banerjee: মমতার সুরক্ষা নিয়ে প্রশ্ন, পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে ঢুকে পড়ল যুবক