নিজস্ব প্রতিবেদন: ভোটের মুখে জেলায় জেলায় ইস্তফার হিড়িক! শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) পর এবার দল ছাড়লেন জিতেন্দ্র তিওয়ারিও (Jitendra Tiwari)। 'বেসুরো' বাজচ্ছেন আরও অনেকেই। এই পরিস্থিতিতে আগামীকাল অর্থাৎ শুক্রবার ফের দলের শীর্ষ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে পারেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠক হবে তাঁর কালীঘাটের বাড়িতে। সূত্রের খবর তেমনই।

 


 

যাবতীয় জল্পনার অবসান। বিজেপিতে যোগ দিচ্ছেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধায়ক পদে ইস্তফা দেওয়ার পর বৃহস্পতিবার তৃণমূলের প্রাথমিক সদস্যপদও ছেড়ে দিলেন তিনি। ইতিমধ্যে চিঠিও পাঠিয়ে দিয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। এদিন আবার দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আসানসোলের নেতা, বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিও (Jitendra Tiwari)। শুক্রবার কলকাতায় মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে বৈঠকে থাকছেন না, Zee ২৪ ঘন্টা-কে জানিয়েছেন তিনি। 

 

উল্লেখ্য, কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনার অভিযোগে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে (Firhad Hakim) চিঠি দিয়েছিলেন আসানসোল পুরনিগমের প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। সেই চিঠির প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দেন পুরমন্ত্রী। তা নিয়ে শুরু হয় চাপানউতোর। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হস্তক্ষেপেও শেষরক্ষা হয়নি। বৃহস্পতিবার প্রথমে আসানসোল পুর নিগমের প্রশাসকের পদ, এমনকী, তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতির পদ থেকেও  ইস্তফা দেন পাণ্ডবেশ্বরের বিধায়ক। এরপরই পাণ্ডবেশ্বরের তাঁর অফিসে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা। কলকাতার নেতাদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে শেষপর্যন্ত দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)।

 


 

স্রেফ শুভেন্দু অধিকারী কিংবা জিতেন্দ্র তিওয়ারিই নন, এদিন শিলিগুড়িতে সাংবাদিক সম্মেলন করে দল ছাড়ার কথা ঘোষণা করেছেন শুভেন্দু অনুগামী যুব তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক দীপঙ্কর অরোরা ওরফে মানিক। মালদহের হরিশ্চন্দ্রপুরের পদত্যাগ করলেন তৃণমূল কংগ্রেস নেতা দ্রোণাচার্য ব্যানার্জি।  তৃণমূলে ভাঙন ধরেছে পূর্ব বর্ধমানেও। শনিবার BJP-তে যোগ দিচ্ছেন প্রাক্তন কাউন্সিলর ও দলের দাপুটে নেতা নিত্যানন্দ চট্টোপাধ্যায় (Nityananda Chatterjee)। তিনি নিজেই একথা জানিয়েছেন বৃহস্পতিবার। তৃণমূলের কি তাহলে মুষলপর্ব শুরু হয়ে গেল? আশঙ্কা বাড়ছে ক্রমশই।