নিজস্ব প্রতিবেদন: বিচারাধীন বিষয় নিয়ে মুখ খুলবেন না বলে বলেছিলেন। না, না করেও ফিরহাদদের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন,'এই অন্যায়ের কোনও সীমা-পরিসীমা নেই। এটা প্রতিহিংসার রাজনীতি।'
      
সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''বিষয়টি বিচারাধীন। এনিয়ে কিছু বলছি না। কিন্তু যা করেছে ওদের সঙ্গে এ অন্যায়ের কোনও সীমা-পরিসীমা নেই। কোর্টের ব্যাপারে মন্তব্য করব না। তবে এটা রাজনৈতিক প্রতিহিংসা।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মন্ত্রিসভায় তাঁর সতীর্থ ফিরহাদ হাকিমের প্রশংসাও শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। মমতা বলেন,''কোর্টের বাইরে রাজনীতিক ও প্রশাসক হিসেবে আমাদের ববি অনেক কাজ করে। কাজ করে ওদের ফুল টিম। যে ছেলেটা জীবনের ঝুঁকি নিয়ে কোভিডশিল্ডের ট্রায়াল দিয়েছিল, সেই ছেলেটা সুব্রতদা-সহ সবাইকে আটকে রাখা হয়েছে দিনের পর দিন। এর সঠিক বিচার হবে।''


মমতা আরও বলেন,''অনেকটা সময় কেটে গেল। ৩-৪ দিন ববি কাজটা করতে পারল না। সুব্রত দা কাজটা করতে পারল না। ফলে ডেডবডি জমেছে কিনা আমায় খবর নিতে হবে।''


নারদ মামলায় এ দিন জেল হেফাজতে রয়েছেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। ফিরহাদ কলকাতা পুরসভার প্রশাসক। গ্রেফতার হওয়ার পর ভেঙে পড়েছিলেন ফিরহাদ হাকিম। বলেছিলেন,''কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না।''


আরও পড়ুন- ‘সরকারি কর্মীদের দ্রুত Vaccine দেওয়া হোক’, দাবিতে Modi-কে চিঠি Mamata-র