শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: বাংলায় কেন পোস্তা চাষ করতে দেওয়া হবে না? বিধানসভায় সরব হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। বললেন, 'বাঙালির খাবারের মধ্যে অন্যতম প্রিয় হল পোস্ত। কিন্তু খোলা বাজারে দাম অনেক। সরকারের নজরদারিতে সরকারি ফার্মেই পোস্ত চাষ করা হবে'।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশের মাত্র চারটি রাজ্যে পোস্ত চাষের অনুমতি দিয়েছে কেন্দ্র। কিন্তু সেই তালিকায় নেই পশ্চিমবঙ্গ! বাজারে যে পোস্ত পাওয়া যায়, তার বেশিরভাগটাই আসে ভিন রাজ্য, এমনকী বিদেশ থেকেও। ফলে পোস্ত-র দামও কমে না, বরং সবসময়ই চড়়া থাকে।


এদিকে বাঙালিদের কাছে পোস্ত অন্যতম প্রিয় খাবার। পোস্তের বড়, আলু পোস্তের মতো পদ পাতে পড়ুক, চান প্রায় সকলেই। কিন্তু সাধ থাকলেও সাধ্য থাকে না অনেকেরই। ২০১৯ সালে রাজ্যে পোস্ত চাষের অনুমতি চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় সেই প্রসঙ্গ তুললেন তিনি।


আরও পড়ুন: Koushani Mukherjee: 'বনির মাধ্যমেই আলাপ, কুন্তলের থেকে পারিশ্রমিক নিয়ে একবারই ইভেন্ট করেছি'


অধিবেশন তখন প্রায় শেষের দিকে। খাদ্য দফতরের বাজেট নিয়ে আলোচনা চলছিল। রাজভবন থেকে বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী। দফতরের বাজেট নিয়ে তাঁকে কিছু বলার জন্য অনুরোধ করেন খাদ্যমন্ত্রী। এরপরই বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মমতা বলেন, ‘আলু পোস্ত, পোস্তর বড়া খান না? তা হলে ৪টি রাজ্যে কেন চাষ হবে? আমাদের কেন চাষ করতে দেওয়া হবে না? বিরোধী বন্ধুরাও বলুন। সব পোস্তয় নেশার জিনিস তৈরি হয় না'। বস্তুত, চলতি মাসেই পোস্ত চাষের অনুমতি চেয়ে মুখ্যমন্ত্রী ফের কেন্দ্রকে চিঠিও দিয়েছেন বলে জানা গিয়েছে।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)