জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওয়াকফ বিল নিয়ে বিধানসভা অধিবেশনে এদিন কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রী বলেন, সবসময় বলি, ধর্ম যার যার, উৎসব আপনার। যারা হঠাৎ করে রং বদলেছেন তারা আজ নানা কথা বলছেন। নামাজ পড়লেই কোথাও, সেটা ওয়াকফ সম্পত্তি, এটা কেউ বলে থাকলে মিথ্যা বলা হচ্ছে। কেন্দ্র চাইছে ওয়াকফ বিল ২০২৫ বাজেটে পাশ করাতে। তাহলে হাতে আর ক'দিন সময় আছে?" প্রশ্ন তোলেন,"কেন্দ্রের কি উচিত ছিল না এই নিয়ে জানানোর? হ্যাঁ এটা ঠিক যে যৌথ সংসদীয় কমিটি হয়েছে। কিন্তু সেখানেও একতরফা ব্যাপার। সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এই যৌথ সংসদীয় কমিটির নানা জায়গায় ভিজিট করার কথা ছিল। কলকাতাতেও কথা ছিল। কিন্তু সেটা বাতিল হয়েছে। কেন? বাংলাকে এত ভয়?"


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মমতা বলেন, "পারবেন বালাজি ট্রাস্টের কত সম্পত্তি আছে সেটা অধিকার করার? রামকৃষ্ণ মিশনের সম্পত্তিতে হস্তক্ষেপ করতে পারবেন? খ্রিস্টানদের প্রচুর সম্পত্তি আছে, পাঞ্জাবিদের প্রচুর সম্পত্তি আছে? পারবেন সেখানে হস্তক্ষেপ করতে? বুকের পাটা আছে? একটা সম্প্রদায়ের ওপর এত রাগ কেন আপনাদের? তারা কালো নাকি! ওয়াকফ প্রপার্টি নিয়ে আপনাদের এত রাগ কেন? ১৯৫৪, ১৯৭৫ সালে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছিল। আর এখানে এটা বিল নয়। এটা একটা রেজোলিউশন। অবিভক্ত ভারতবর্ষ তিন টুকরো হয়ে যাক, এটাই আপনারা চান? বাংলায় মনে রাখবেন হিন্দুরা মেজরিটি, মুসলিমরা মাইনরিটি। আমি বিশ্বাস করি, মেজরিটিরা প্রটেক্ট করবে মাইনরিটিদের। আর মাইনরিটিরা সম্মান করবে মেজরিটিদের।"


চাঁছাছোলা ভাষায় মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, "বেলডাঙ্গা কেন হয়েছে জানেন? কারণ সেখানে আলোয় অসম্মানজনক শব্দ ব্যবহার হয়েছিল আল্লাহকে উদ্দেশ্যে করে। এক ভদ্রলোক কথা শোনেননি। আর তা নিয়েই গন্ডগোল শুরু হয়। ডিজি'কে আমি সেই রাতেই ঘটনাস্থলে পাঠাই। আমি সেই রাতে বেলডাঙার বিধায়ককে হাসপাতাল থেকে ডিসচার্জ করিয়েছিলাম। রেজিনগরের বিধায়ককেও বার করেছিলাম। তাদের হিন্দু এলাকায় পাঠিয়েছিলাম। যাতে কেউ কাউকে আঘাত না করে। মসজিদে মসজিদে ইমাম দিয়ে ঘোষণা করেছিলাম। সরকার সরকারের কাজ করবে, সেটাও বলেছিলাম। এখন আমাকে যা ইচ্ছা নামে ডাকতেই পারেন। আমার কিছু যায় আসে না।"


আরও পড়ুন, Mamata Banerjee| Bangladesh crisis: বিধানসভায় বাংলাদেশ প্রসঙ্গ, রাষ্ট্রসংঘ টেনে মুখ্যমন্ত্রী মমতা বললেন...



(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)