ওয়েব ডেস্ক : কেন্দ্রের নোট বাতিল ইস্যুতে সোমবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিল বামেরা। এর জেরে ভোগান্তির সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। এদিকে, বামেদের ডাকা বনধের বিরোধিতা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে তাঁর টুইট-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


দিল্লিতে বিরোধী দলগুলির বৈঠকে বনধ নিয়ে কোনও আলোচনা হয়নি। এনিয়ে কোনও মতৈক্যও হয়নি। আমরা কোনও বনধ সমর্থন করি না। এখন মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। নাগরিকদের সাহায্য করার জন্য এবং সঙ্কটের মুহুর্তে তাঁদের পাশে দাঁড়ানোর জন্য সবার কাছে আর্জি জানাচ্ছি।


নোট বাতিল ইস্যুতে সোমবার বামেদের ডাকা বনধের বিরোধিতা করবে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, সোমবার কাজে হাজিরা দিতে হবে সব সরকারি কর্মীকে। না হলে কাটা যাবে ওই দিনের বেতন ও ছুটি। এই মর্মে আগামিকালই বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার।