কাক কা-কা ডাকছে না, চিদম্বরমের গ্রেফতারিতে `প্রতিবাদী` কবিতা মমতার
চিদম্বরমের গ্রেফতারির প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, `দেশে আর গণতন্ত্র নেই।` তাঁর প্রতিবাদই এবার গর্জে উঠল কলমে। `ঠিকানা` শীর্ষক কবিতায় মমতা লিখলেন,`প্রতিবাদীরাও কারাগারে বন্দি। ফ্যাসিজম কাউকে মানে না।`
নিজস্ব প্রতিবেদন: চিদম্বরমের গ্রেফতারির প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, 'দেশে আর গণতন্ত্র নেই।' তাঁর প্রতিবাদই এবার গর্জে উঠল কলমে। 'ঠিকানা' শীর্ষক কবিতায় মমতা লিখলেন,'প্রতিবাদীরাও কারাগারে বন্দি। ফ্যাসিজম কাউকে মানে না।'
মমতা লিখেছেন,
ঠিকানা
গণতন্ত্রের ঠিকানা?
চেনা যাচ্ছে না।
দেশের ইতিহাস
বোঝা যাচ্ছে না।
সংবাদ জগত
কথা বলছে না।
কাক কা-কা ডাকছে না।
চড়ুই পাখি ধান খাচ্ছে না।
বিচারের কুশল কলেবর?
অসম্মানের উঠেছে ঝড়!
এ ঝড় কেন থামছে না?
অধিকারগুলো বস্তা ভর্তি-
প্রতিবাদীরাও কারাগারে বন্দি।
ফ্যাসিজম কাউকে মানে না,
পাচ্ছি না খুঁজে
আমার ঠিকানা?
সবটাই জানা
তবু অজানা।
সীমার মাঝে নেই অসীম সীমানা
ভালো আছি তবু
মনকে সান্ত্বনা?
হৃদয় ঠিকানা জানিয়ে দাও না।
এর আগেও বিভিন্ন বিষয়ে কবিতা লিখে নিজের মনের কথা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, তাঁর লেখা নব্বইটিরও বেশি বই প্রকাশিত হয়েছে। শীঘ্রই সেই সংখ্যা ১০০ ছাড়িয়ে যাবে।
আরও পড়ুন- কালীঘাটেও আসবে সিবিআই, সেই ভয়ে দেশে গণতন্ত্র নেই বলছেন মমতা: দিলীপ