নিজস্ব প্রতিবেদন: চিদম্বরমের গ্রেফতারির প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, 'দেশে আর গণতন্ত্র নেই।' তাঁর প্রতিবাদই এবার গর্জে উঠল কলমে। 'ঠিকানা' শীর্ষক কবিতায় মমতা লিখলেন,'প্রতিবাদীরাও কারাগারে বন্দি। ফ্যাসিজম কাউকে মানে না।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মমতা লিখেছেন,


ঠিকানা


গণতন্ত্রের ঠিকানা?
চেনা যাচ্ছে না।
দেশের ইতিহাস
বোঝা যাচ্ছে না।
সংবাদ জগত
কথা বলছে না।
কাক কা-কা ডাকছে না।
চড়ুই পাখি ধান খাচ্ছে না।
বিচারের কুশল কলেবর?
অসম্মানের উঠেছে ঝড়!
এ ঝড় কেন থামছে না?
অধিকারগুলো বস্তা ভর্তি-
প্রতিবাদীরাও কারাগারে বন্দি।
ফ্যাসিজম কাউকে মানে না,
পাচ্ছি না খুঁজে
আমার ঠিকানা?
সবটাই জানা
তবু অজানা।
সীমার মাঝে নেই অসীম সীমানা
ভালো আছি তবু
মনকে সান্ত্বনা?
হৃদয় ঠিকানা জানিয়ে দাও না।


 



এর আগেও বিভিন্ন বিষয়ে কবিতা লিখে নিজের মনের কথা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিন কয়েক আগে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, তাঁর লেখা নব্বইটিরও বেশি বই প্রকাশিত হয়েছে। শীঘ্রই সেই সংখ্যা ১০০ ছাড়িয়ে যাবে।


এদিন দিঘা থেকে কলকাতা আসার পথে মমতা বন্দ্যোপাধ্যায় চিদম্বরমের গ্রেফতারি নিয়ে মুখ খোলেন। মুখ্যমন্ত্রী বলেন, 'আইনি ব্যাপার নিয়ে বলতে চাই না। তবে পদ্ধতি সঠিক নয়। চিদম্বরম প্রবীণ রাজনীতিবিদ। প্রাক্তন অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। যেভাবে তাঁকে গ্রেফতার করা হল, সেটা হতাশাজনক, দুঃখজনক।' বিচার ব্যবস্থার প্রতিও পরোক্ষে নিজের উষ্মাপ্রকাশ করেছেন মমতা। বলেন, 'গণতন্ত্র, নির্বাচন কমিশন, সংবাদমাধ্যম ও আইন-আদালত চারটি স্তম্ভ। দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র কাঁদছে। বিচারব্যবস্থা নিয়ে বলব না। রবি ঠাকুরের কথায় বলি, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে।'


আরও পড়ুন- কালীঘাটেও আসবে সিবিআই, সেই ভয়ে দেশে গণতন্ত্র নেই বলছেন মমতা: দিলীপ