করোনা গ্রাসে শ্রম দিবস, পরিযায়ী শ্রমিকদের ফেরাতে কেন্দ্রের কাছে বিশেষ ট্রেন চালাতে অনুরোধ মমতার
তিনি বলেন, `আমাদের রাজ্যের প্রায় দু`লক্ষ শ্রমিক একাধিক রাজ্যে আটকে রয়েছেন। কেরল, মহারাষ্ট্র, ব্যাঙ্গালোর, দিল্লি-সহ বিভিন্ন রাজ্যে তাঁরা আটকে রয়েছেন। এত দূর থেকে এইসব শ্রমিককে বাসে করে আনা সম্ভব নয়। সেই কারণেই বিশেষ ট্রেন দেওয়ার অনুরোধ করা হয়েছে।`
নিজস্ব প্রতিবেদন: ভিন রাজ্যে আটকে পড়া শ্রমিকদের আনতে বিশেষ ট্রেন চালু করতে কেন্দ্রকে অনুরোধ করলে রাজ্য সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্যাবিনেট সচিবের সঙ্গে এই ব্যাপারে মুখ্যসচিব রাজীব সিনহার কথা হয়।
তথ্য গোপন-অডিট কমিটির বৈধতা প্রশ্নে হাইকোর্টে জনস্বার্থ মামলা দিলীপ ঘোষের
তিনি বলেন, "আমাদের রাজ্যের প্রায় দু'লক্ষ শ্রমিক একাধিক রাজ্যে আটকে রয়েছেন। কেরল, মহারাষ্ট্র, ব্যাঙ্গালোর, দিল্লি-সহ বিভিন্ন রাজ্যে তাঁরা আটকে রয়েছেন। এত দূর থেকে এইসব শ্রমিককে বাসে করে আনা সম্ভব নয়। সেই কারণেই বিশেষ ট্রেন দেওয়ার অনুরোধ করা হয়েছে।"
রাজস্থানের কোটা থেকে যেসব বাসে ছাত্র-ছাত্রীদের আনা হচ্ছে, তাতে এরাজ্যে আটকে যাওয়া রাজস্থানের শ্রমিকদের তাঁর নিজেদের রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। ঝাড়খান্ড থেকে ২৫হাজার শ্রমিককে বাসে করে এ রাজ্যে পাঠানো হচ্ছে। ঝাড়খন্ডে আটকে যাওয়া পশ্চিমবঙ্গের শ্রমিকরা এ রাজ্যে পৌঁছে গেলে সেই বাসে করেই এরাজ্যে আটকে যাওয়া ঝাড়খণ্ডের শ্রমিকদের ফেরত পাঠাবে রাজ্য।
এদিন কেন্দ্রের কাছে এই বিষয়টি তুলে ধরে একাধিক রাজ্য সরকার। তারা জানায় কিছু কিছু রাজ্যের কয়েক লক্ষ শ্রমিক বহু দূরের ভিন রাজ্যে আটকে গিয়েছেন। বিশেষত দক্ষিণের রাজ্যগুলির পক্ষে উত্তরের রাজ্যগুলি থেকে সড়কপথে হাজার হাজার শ্রমিক বাসে করে ফেরানো বেশ কঠিন। অসম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ ইত্যাদি রাজ্যগুলি থেকে দক্ষিণের কর্ণাটক, কেরল, তামিলনাড়ু ইত্যাদি রাজ্যে বাসে করে লক্ষাধিক শ্রমিক ফেরানো অসাধ্য সাধনের সামিল।