তথ্য গোপন-অডিট কমিটির বৈধতা প্রশ্নে হাইকোর্টে জনস্বার্থ মামলা দিলীপ ঘোষের

করোনা সম্পর্কিত মৃত্যু নিয়ে একটি উচ্চ পর্যায়ে অডিট কমিটি গড়ে রাজ্য সরকার। যা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা

Updated By: Apr 30, 2020, 09:01 PM IST
তথ্য গোপন-অডিট কমিটির বৈধতা প্রশ্নে হাইকোর্টে জনস্বার্থ মামলা দিলীপ ঘোষের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: করোনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মামলায় করোনায় মৃত্যু নিয়ে রাজ্যের অডিট কমিটি গড়ার বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এমনকি হাসপাতালে মোবাইল ফোন নিষিদ্ধ করা সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

উল্লেখ্য, করোনা সম্পর্কিত মৃত্যু নিয়ে একটি উচ্চ পর্যায়ে অডিট কমিটি গড়ে রাজ্য সরকার। যা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধীরা। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, করোনা নিয়ে কোনও রাজনীতি করবেন না তিনি। বিরোধীদেরও রাজনীতি না করার পরামর্শ দেন। তবে, বিজেপির রাজ্য সভাপতি জানিয়ে দেন, বিজেপির কাজ বিজেপি করবেই। তাঁর অভিযোগ, তাঁদের সাংসদদের ত্রাণ দিতে বাধা দিচ্ছে পুলিস। এরপরও কীভাবে সহযোগিতার আশা করেন বলে কটাক্ষ দিলীপের।

আরও পড়ুন- জায়গা থাকলে কোভিড পজিটিভের সংস্পর্শে আসা লোকজন ঘরেই কোয়ারেন্টাইনে থাকতে পারেন

জানা গিয়েছে, হাইকোর্টে জনস্বার্থ মামলায় তথ্য গোপন করার অভিযোগ তোলা হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে। হাইকোর্টে দিলীপ ঘোষের আর্জি, পুলিসকেও পিপিই-সহ বাকি নিরাপত্তা সংক্রান্ত সরঞ্জাম দিতে হবে। বিপর্যয় মোকাবিলা আইন অনুযায়ী মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী। পাশাপাশি, আদালতের পর্যবেক্ষণে কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি।

.