নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ড ফেরত করোনা আক্রান্ত তরুণকে নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কেন শুরুতেই প্রোটোকল মেনে চিকিত্‍সা করানো হয়নি? প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ বার্তা, ভিআইপি বলে পরীক্ষা এড়ানো যাবে না। একইসঙ্গে বিদেশ থেকে যাঁরা এসেছেন, তাঁদের নির্দিষ্ট বিধি মেনে চলার কথাও মনে করালেন মমতা। তাঁর কথায়, '' প্রায় ৯৫ হাজার বিদেশি কলকাতায় এসেছেন।  আগামিকাল সকালেও অনেকে আসবেন। আপনাদের ওয়েলকাম করছি, অসুখটা ওয়েলকাম করছি না।'' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেশে করোনা সংক্রমণের সূত্রপাত জানুয়ারির শেষে। কেন্দ্রের পাশাপাশি সতর্ক হয় রাজ্য সরকার। দফায় দফায় ব্যবস্থা নেওয়া হয়। সতর্ক থাকুন। বার বার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তারপরও দায়িত্বজ্ঞানহীনতা। ইংল্যান্ড ফেরত তরুণ করোনা আক্রান্ত। আমলা মায়ের প্রভাব খাটিয়ে বারবার এড়িয়ে গেছে পরীক্ষা। কেন শুরুতেই প্রোটোকল মেনে তাঁর চিকিত্‍সা হয়নি? অত্যন্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বিদেশ থেকে প্রায় ৯৫ হাজার মানুষ কলকাতায় এসেছেন বলেও জানান তিনি। বলেন, '' প্রায় ৯৫ হাজার জন বিদেশ থেকে কলকাতায় এসেছেন। আগামিকাল সকালেও অনেকে আসবেন। আপনাদের ওয়েলকাম করছি, অসুখটা ওয়েলকাম করছি না। দয়া করে স্বাস্থ্য দেখিয়ে নেবেন। নিজেদের আলাদা রাখবেন।হঠাত্ বেরিয়ে গেলাম, শপিং মলে ঘুরতে চলে গেলাম। পার্কে চলে গেলাম। আমার পরিবারের লোক প্রভাবশালী। এটাকে সমর্থন করি না। টেস্ট করা উচিত বলে মনে করি। মা-বাবাও তো আসে সংস্পর্শে। দায়বদ্ধতা থাকবে না!''


বিদেশ থেকে ফিরলেই করোনার পরীক্ষা করানো উচিত। ভিআইপি বলে রেহাই মিলবে না, বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন,''দায়িত্বশীল হওয়া উচিত ছিল। সকলের কাছে অনুরোধ করব, বিদেশ থেকে আসতেই পারেন। পরিবার পরিজন এখানে আছেন তাঁদের। এখানে ভিআইপি-এলআইপি করার জায়গা নেই। আমার ঘরে যে নিয়ম, আপনার ঘরেও সেই নিয়ম। পরীক্ষা করান। সেল্ফ স্টেটমেন্ট দিয়ে বলছেন, আমরা ভালো আছি। ১৫ থেকে ২৭ দিন আলাদা করে থাকুন।''    


সরকার সবরকম সতর্কতা নিয়েছে। পাশাপাশি প্রয়োজন নাগরিক সচেতনতাও। মুখ্যমন্ত্রীর অনুরোধ, সংক্রমণ সন্দেহ হলেই নিয়মমাফিক ব্যবস্থা নিতে হবে। একজনের সতর্কতা বাকিদেরও নিরাপদ রাখতে সাহায্য করবে।


আরও পড়ুন- মুখ্যমন্ত্রীরও স্বাস্থ্য পরীক্ষা দরকার, সংস্পর্শে এলে আইসোলেশন: সায়ন্তন