মুখ্যমন্ত্রীরও স্বাস্থ্য পরীক্ষা দরকার, সংস্পর্শে এলে আইসোলেশন: সায়ন্তন

কলকাতায় মঙ্গলবার এক তরুণের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। 

Reported By: অঞ্জন রায় | Updated By: Mar 18, 2020, 10:09 PM IST
মুখ্যমন্ত্রীরও স্বাস্থ্য পরীক্ষা দরকার, সংস্পর্শে এলে আইসোলেশন: সায়ন্তন

নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষার দাবি করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের বক্তব্য, নবান্নের অফিসারদের স্বাস্থ্য পরীক্ষা হওয়া দরকার। মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা সংস্পর্শে এলে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা উচিত।           

কলকাতায় মঙ্গলবার এক তরুণের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগ উঠেছে তাঁর পরিবারের বিরুদ্ধে। বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিংয়ের পর তাঁকে বেলেঘাটা আইডি-তে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও বিমানবন্দর থেকে সোজা মায়ের সঙ্গে বাড়ি চলে আসেন। তারপর সোমবার সকালে আবাসনে বেরিয়ে সবার সঙ্গে কথা বলেন। বন্ধুদের সঙ্গে আড্ডাও দেন। ওই প্রসঙ্গে সায়ন্তন বসু বলেন,''এম বাঙুরে গিয়েছিল ওই তরুণ। বেলেঘাটা আইডি ভর্তি হলেন না। ছেলেকে ভর্তি করালেন না। অথচ নবান্নে চলে গেলেন। সেখানে আলাপ-আলোচনা করলেন। সরকারি আমলাদের আর একটু সচেতন হওয়া উচিত।'' সায়ন্তনবাবুর সংযোজন, ''নবান্নের অফিসারদের স্বাস্থ্য পরীক্ষা হওয়া দরকার। মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা সংস্পর্শে এলে আইসোলেশন যাওয়া উচিত। মুখ্যমন্ত্রীরও স্বাস্থ্য পরীক্ষা দরকার। উনি সুস্থ থাকুন, এটাই কামনা করি।'' 

বড় জমায়েত এড়িয়ে চললেও ছোটখাট রাজনৈতিক বৈঠক-সভা চলছে বলে জানালেন সায়ন্তন। করোনার আশঙ্কায় নিজেদের একেবারে গৃহবন্দি করেননি বিজেপি নেতারা। সায়ন্তন বসু বলেন,''আমরা বড় জমায়েত করছি না। পঞ্চাশ-একশো জন আসছে। পুরসভার বৈঠকে আজ ১১ জন আসবে। সামান্য লোক নিয়ে নিজেদের মতো আলাপ আলোচনা হচ্ছে। মানুষের সঙ্গে দেখা করা বন্ধ রাখা যাবে না। ছোট ছোট জায়গায় আলাপ আলোচনা চলবে। আমার মনে হয়, সতর্ক থাকা দরকার। সব বন্ধ করে দিলে অযথা আতঙ্ক বাড়বে।'' 

আরও পড়ুন- করোনা আক্রান্ত ছেলেকে নিয়ে ঘুরেছেন মা, রোগী দেখেছেন সরকারি চিকিৎসক বাবা

.