জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: "এনডিএ-র (NDA) রাষ্ট্রপতি পদপ্রার্থী (President Election India) দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) জেতার সম্ভাবনা বেশি। আগে জানালে ভেবে দেখতাম।" কলকাতায় ইসকনে রথযাত্রার অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (CM Mamata Banerjee)। তিনি এও জানান, যেহেতু সর্বসম্মতিক্রমে বিরোধী দলগুলো প্রার্থী ঠিক করেছে, তাই সকলের সঙ্গে আলোচনা না করে, প্রার্থী প্রত্যাহার করা যাবে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিন সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, "দ্রৌপদী মুর্মুর জয়ের সম্ভাবনা বেশি। আগে থেকে যদি বিজেপি জানাত যে, একজন তফশিলি, আদিবাসী মহিলাকে তাঁরা প্রার্থী করছে, তাহলে আমরাও চেষ্টা করতাম। বৃহত্তর স্বার্থে বিরোধী ১৬-১৭টা দল বসে সিদ্ধান্ত নিতে পারতাম। সর্বসম্মতিতে একজন প্রার্থী হলে, তা দেশের পক্ষে ভাল হতো। এ পি জে আব্দুল কালামও আগে হয়েছেন। কিন্তু বিজেপি ফোনে কেবল আমাদের মতামত জানতে চেয়েছিল। ওদের মতামত জানায়নি। বৃহত্তর স্বার্থে, সর্বসম্মত প্রার্থী আমি সর্বদা পছন্দ করি। কিন্তু যেহেতু আমরা ১৭-১৮টা দল একসঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছি, তাই সকলে না বললে আমি একা ফেরাতে পারি না। আমি চাই রাষ্ট্রপতি নির্বাচন শান্তিপূর্ণ হোক।"


তৃণমূল নেত্রীর এই মন্তব্য শুনে রাজ্য বিজেপির (BJP) মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "তৃণমূলের বিজেপি বিরোধিতা এবং সদ্য প্রাক্তন সহ-সভাপতি যশবন্ত সিনহা যা মন্তব্য করেছেন, তা অত্যন্ত দুঃখজনক। তৃণমূল প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে বহিরাগত বলেছে। আমরা চেয়েছিলাম ঐক্য গড়ে তুলতে। কিন্তু তা হয়নি।" এরপর দ্রৌপদী মুর্মুকে সমর্থনের জন্য তৃণমূলের সাংসদ, বিধায়কদের অনুরোধও করেন তিনি।



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)