নিজস্ব প্রতিবেদন: শিল্পই গন্তব্য। এসএসকেএম হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই লক্ষ্যে গঠন করা হয়েছে শিল্প সংক্রান্ত উচ্চপর্যায়ের একটি কমিটি। মমতা জানান,'ইন্ডাস্ট্রির ব্যাপারে একটা হাইপাওয়ার কমিটি করেছি। প্রতি ১৫ দিন অন্তর আমরা বসব।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, তার ব্যাখ্যা দিয়েছেন মমতা (Mamata Banerjee)। তিনি বলেন,'শিল্পের যা যা সমস্যা আছে, তা সমাধান করা হবে। কারণ আমার ডেস্টিনেশন এখন শিল্প। বিনিয়োগ ও কর্মসংস্থান সংক্রান্ত এই কাজটা করব। তাই একটা বোর্ড করে দিয়েছি।'


স্বাস্থ্যেও (Health) নজর দিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। সেজন্য প্রতি ১৫ দিন অন্তর বৈঠকে বসবেন এসএসকেএম হাসপাতালে (SSKM)। তাঁর কথায়,'হাসপাতাল গুরুত্বপূর্ণ জায়গা। স্বাস্থ্যভবন অনেকটা দূরে। স্বাস্থ্যভবনে স্বাস্থ্যসচিব থাকেন। মণিময়রা পিজিতে একটা জায়গা করে দেবে। কনফারেন্স রুমের মতো থাকবে। ১০-১২ যাতে বসতে পারি। ১৫ দিন অন্তর এখানে এসে বসব। কারণ হাসপাতালে অনেক সমস্যা থাকে, ৫টা মেডিক্যাল কলেজ আছে তাছাড়া স্বাস্থ্যের নানারকম ব্যাপার থাকে। স্বাস্থ্যসচিব থাকবেন। কখনও কখনও মুখ্যসচিবকে নিয়ে আসব। আগামী বৃহস্পতিবার আসব। বিকেল ৪টে থেকে ১ ঘণ্টা থাকব। হাসপাতালগুলি মনিটরিং করতে পারব।' 


আরও পড়ুন- Bus Fare: অতিরিক্ত ভাড়া নিলে কড়া পদক্ষেপ, বাস মালিকদের জানাল পরিবহণ দফতর


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)