নিজস্ব প্রতিবেদন: ভোটের প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন। ক্ষমতায় আসার ৬ মাসের মধ্যে তা রাখতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১ সেপ্টেম্বর থেকে 'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্প চালু করার কথা গত ২২ জুলাই ঘোষণা করেছিলেন। ওই প্রকল্পে কীভাবে আবেদন করা যাবে, বৃহস্পতিবার তা বাতলে দিলেন মুখ্যমন্ত্রী। চালু হচ্ছে 'দুয়ারে রেশন' প্রকল্প। মমতা বলেন,'ভাইফোঁটার দিন থেকে শুরু হবে দুয়ারে রেশন।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিন মমতা (Mamata Banerjee)জানান,'দুয়ারে সরকার' চালু হচ্ছে ১৬ অগাস্ট। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। ৮ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র যাচাই করা হবে। ২৪ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সুবিধা পাবেন সংশ্লিষ্ট প্রকল্পের উপভোক্তারা। থাকবে ১৭ হাজার ১০৭টি ক্যাম্প। তা আরও বাড়বে। বন্যা কবলিত এলাকায় পরে করে দেব। খাদ্যসাথী, স্বাস্থ্যসাখী, শিক্ষাশ্রীর মতো ১৮ প্রকল্পের সুবিধা মিলবে।'


'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্পের জন্য ফর্ম তুলতে কোনও টাকা লাগবে না বলে এ দিন স্পষ্ট করে দিয়েছেন মমতা। তিনি জানান,'লক্ষ্মীর ভান্ডার' প্রকল্পের জন্য ফ্রি-তে ফর্ম পাওয়া যাচ্ছে। প্রতিটি ফর্মে থাকবে নির্দিষ্ট নম্বর। দুয়ারে সরকারে লক্ষ্মীর ভান্ডার ক্যাম্পে যাবেন। সেখান থেকে নির্দিষ্ট নম্বরের ফর্ম মিলবে। তা নকল করা যাবে না। এই ফর্ম ছাড়া অন্য কোনও ফর্ম জমা দেওয়া যাবে না। বিনামূল্যে ফর্ম পাবেন। ফিল আপ করে জমা দেবেন। আধার কার্ডের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে। নকল করে কেউ কিছু করতে পারবে না। মনে রাখবেন কেউ ফর্ম ছাপিয়ে নিল, তা চলবে না। দুয়ারে সরকার থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। কারও কোনও অভিযোগ থাকলে ফোন করতে পারেন এই নম্বরে- ১০৭০/২২১৪৩৫২৬।'


লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ২৫ থেকে ৬০ বছর বয়সের সাধারণ ঘরের মহিলারা পাবেন মাসে ৫০০ টাকা অনুদান। অনগ্রসর জাতির মহিলাদের ক্ষেত্রে মাসিক ১০০০ টাকা। সে কথা মনে করিয়ে মমতা বলেন,'সরকারি চাকরি, পেনশন পান বা বেসরকারি জায়গায় ভালো চাকরি করেন, এমন মহিলারা ছাড়া সবাই পাবেন।'      


আরও পড়ুন- Mamata: অনেকেই প্রশ্ন করছেন লোকাল ট্রেন কেন চলছে না? ব্যাখ্যা দিলেন নিজেই


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)