নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম নিলেন না। কিন্তু নিশানায় যে তিনিই তা হাবেভাবে বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়ো রোডে গান্ধীজয়ন্তীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ''প্রকৃত হিন্দুস্তানি সব জাতিকে নিয়ে চলে। সব জাতিকে না নিয়ে চললে তিনি প্রকৃত হিন্দুস্তানি নন। আসল ধর্ম মানবিকতা।''
  
গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে জাতির জনকের আদর্শ মেনে চলার ডাক দিয়েছেন নরেন্দ্র মোদী। তাঁর নাম না নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করেছেন, ভারতে কারও আর নতুন করে উপদেশ দেওয়ার দরকার নেই। উপদেশ তাঁরাই দিতে পারেন, যাঁরা উপদেশ দেওয়ার অধিকারী। জাতীয় নেতা তাঁরাই হন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


জাতীয় নেতা কেমন হবেন, তার ব্যাখ্যাও দেন মুখ্যমন্ত্রী। বলেন,''দেশের নেতা কেমন হওয়া উচিত? গান্ধীজি ও নেতাজির মতো হওয়া উচিত। সব ধর্ম, সম্প্রদায়কে নিয়ে চলেছিলেন তাঁরা। ভাগাভাগি করা, অশান্তি ছড়ানো দেশের নেতার উদ্দেশ্য হতে পারে না। একথাটাই গান্ধীজি তাঁর দর্শনে, তাঁর চিন্তাধারায় বারবার করে বলেছেন।''         


এদিন সকালে রাজঘাটে গান্ধীকে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। বিকেলে যান সবরমতী আশ্রমে। নিউইয়র্ক টাইমসে সম্পাদকীয়তে মোদী লিখেছেন, যাঁরা মানবতায় তাঁদের একজোট করেছিলেন গান্ধী। গান্ধীর কাছে রয়েছে সব ধরনের সমস্যার সমাধান।


আরও পড়ুন- ভারতের পাশে পাকিস্তানের বন্ধু রাষ্ট্র, দোভালের সঙ্গে বৈঠকে স্পষ্ট করলেন সৌদি যুবরাজ