`রাষ্ট্রবিজ্ঞান কিছুটা জানি, এই বিজ্ঞান সম্পর্কে বুঝি না`, শাহকে বললেন Mamata
অমিত শাহের সঙ্গে বৈঠকে ইয়াস মোকাবিলায় অগ্রিম নিয়ে বঞ্চনার অভিযোগ করলেন মমতা।
নিজস্ব প্রতিবেদন: ইয়াস মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী জানান, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশাকে ৬০০ কোটির বেশি অগ্রিম দেওয়া হচ্ছে। বাংলাকে ৪০০ কোটি টাকা। অথচ দুই রাজ্যের চেয়ে বাংলার আয়তন, জনঘনত্ব ও জেলার সংখ্যা বেশি। মমতার দাবি, তাঁর অভিযোগের প্রেক্ষিতে অমিত শাহ (Amit Shah) ব্যাখ্যা দিয়েছেন, গোটাটাই বৈজ্ঞানিক ভিত্তিতে করা হয়েছে।
শাহের সঙ্গে বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মমতা (Mamata Banerjee) বলেন, ''আজ সকালে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও বাংলাকে নিয়ে বৈঠক করেছিলেন অমিত শাহ বাবু। ওই বৈঠকে ওঁরা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। অগ্রিম টাকা দেওয়ার কথা জানিয়েছেন। ওড়িশা ও অন্ধ্রপ্রদেশকে দেওয়া হচ্ছে ৬০০ কোটি টাকার উপরে। আর বাংলাকে ৪০০ কোটির মতো। আমি বৈঠকে বলেছি, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের থেকে বাংলা অনেক বড় রাজ্য। আমার কথা হচ্ছে, এত বড় রাজ্য, বেশি জেলা, জনসংখ্যা বেশি থাকা সত্ত্বেও আমরা কেন বারবার বঞ্চিত হচ্ছি?''
তার পর সাংবাদিকদের প্রশ্নে মমতা বলেন,''আমি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের সঙ্গে তুলনা করছি না। তারা আমাদের পড়শি রাজ্য। আপনি ওদের টাকা দিন, কোনও সমস্যা নেই। কিন্তু আপনি কি উত্তরপ্রদেশের সঙ্গে পুডুচেরির তুলনা করতে পারেন! বড়, মাঝারি ও ছোট রাজ্য রয়েছে। এগুলি নির্ভর করে আয়তন, জনঘনত্ব, ভৌগলিক অবস্থানের উপর।''
তাঁর অভিযোগ শুনে অমিত শাহ কী বলেছেন, তাও জানান মমতা। মুখ্যমন্ত্রীর বক্তব্য,''স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, মমতাজি আমরা পরে কথা বলব। এটা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে স্থির করা হয়। আমি আর কিছু বলিনি। আমার রাষ্ট্রবিজ্ঞানের কিছুটা জ্ঞান আছে। তবে এই বিজ্ঞান সম্পর্কে বুঝি না।''
আরও পড়ুন- দুয়ারে রেশন, মহিলাদের হাতখরচ ও পড়ুয়াদের ঋণ- ৩ প্রকল্পে বড় ঘোষণা Mamata-র