দুয়ারে রেশন, মহিলাদের হাতখরচ ও পড়ুয়াদের ঋণ- ৩ প্রকল্পে বড় ঘোষণা Mamata-র

প্রকল্পগুলির বাস্তবায়নের রূপরেখা তৈরির জন্য টাস্ক ফোর্স গঠিত হয়েছে বলে জানালেন মমতা (Mamata Banerjee)।

Updated By: May 24, 2021, 05:18 PM IST
দুয়ারে রেশন, মহিলাদের হাতখরচ ও পড়ুয়াদের ঋণ- ৩ প্রকল্পে বড় ঘোষণা Mamata-র

নিজস্ব প্রতিবেদন: দুয়ারে রেশন, মহিলাদের হাত খরচ ও পড়ুয়াদের ক্রেডিট কার্ড- একুশের ভোটের আগে ইস্তাহারে ৩টি প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাতে সোমবার অনুমোদন দিল রাজ্যের মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে বলেন, ''দল ইস্তাহার প্রতিশ্রুতি দেয়। অনেকে সেটা কার্যকর করে না। আমরা প্রতিশ্রুতির কিছুটা পালন করতে আজই মন্ত্রিসভা থেকে সম্মতি আদায় করে নিয়েছি।''

মমতার (Mamata Banerjee) কথায়,''আমরা পরিবার পিছু সাধারণ শ্রেণির একজনকে ৫০০ টাকা ও এসসি-এসটি হলে ১০০০ টাকা দেব বলেছিলাম। উচ্চশিক্ষায় ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিটকার্ড দেব। মাত্র ৪ শতাংশ সুদে ঋণ পাবেন ছাত্রছাত্রীরা। এই দুটির পাশাপাশি দুয়ারে রেশনে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।''

প্রকল্পগুলির বাস্তবায়নের রূপরেখা তৈরির জন্য টাস্ক ফোর্স গঠিত হয়েছে বলে জানালেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,''এই তিনটি প্রকল্পের জন্য তৈরি করা হয়েছে টাস্ক ফোর্স। তারা রূপায়ন-নীতি, নজরদারি ইত্যাদি ঠিক করবেন। এই প্রকল্পগুলি আনতে একটু সময় লাগবে। যেহেতু গুছিয়ে করতে হবে। দেখুন এক মাসের মধ্যে আমরা এগুলি মন্ত্রিসভায় পাশ করিয়ে নিলাম।'' 

আরও পড়ুন- ওড়িশা-অন্ধ্রকে ৬০০ কোটির অগ্রিম, বাংলাকে ৪০০ কোটি কেন? বৈঠকে শাহকে প্রশ্ন Mamata-র

 

.