নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে রাজ্য সরকারগুলির সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদী। ওই বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে দাবিদাওয়া পেশ করেন মুখ্যমন্ত্রীরা। পরে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে জানান, প্রধানমন্ত্রীকে ভয় না পেয়ে একসঙ্গে লড়াই করার কথা বলেছেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার করোনা রুখতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন নরেন্দ্র মোদী। রবিবার জনতা কার্ফুর আবেদন করেছেন। এর পাশাপাশি দেশবাসীকে করোনা নিয়ে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার কেরল, দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতেই বৈঠক। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীদের দাবি-দাওয়ার কথাও মন দিয়ে শুনেছেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''আমি আমার ভাষায় বলেছি, ডরেঙ্গে নেহি, লড়েঙ্গে।''


প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন,''আমরা সাতটা  ল্যাবের কথা বলেছি। আমাদের কথা তিনি নোট করেছেন। তিনি আমাদের যে কথা বলেছেন, সেটা আমরা অনেক আগেই করে দিয়েছে। আমি বৈঠকে বলেছি, আন্তর্জাতিক বিমান বন্ধ করে দিন। সেটাই সব থেকে বড় সমস্যা। উনি দেখছেন বলেছেন। মহারাষ্ট্র, তেলেঙ্গানাও বিদেশি বিমান বন্ধ করতে বলেছে।'' 


মুখ্যমন্ত্রীর সংযোজন,অসংগঠিত ক্ষেত্রের মানুষের জন্য কিছু করতে বলেছি আমরা। আমরা যা করেছি সেই কথাও জানিয়েছি। যেহেতু মানুষ বাইরে বেরোতে পারছেন না, বাড়তি খাদ্য সামগ্রীর উদ্যোগ নিতে হবে। পঞ্জাবও একই কথা বলেছে।


মাস্কের সংকট নিয়ে মমতা বলেন,''মাস্ক, হ্যান্ডগ্লাভসের অর্ডার দিয়েছি। তা আসতে শুরু করেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলিকে বরাত দেওয়া হয়েছে। পুলিস ও পুরসভাকে দেওয়ার পর বাজারেও ছাড়া হবে।''  


আরও পড়ুন- 'জনতা কার্ফু' ঠিকঠাক রূপায়িত হলে সংক্রমণ রোখা সম্ভব, মোদীর পাশে WHO