নিজস্ব প্রতিবেদন: ইউপিএসসি-র প্রশ্নপত্রে ঠাঁই পেয়েছে 'পশ্চিমবঙ্গের ভোটে সন্ত্রাস' (West Bengal Post Poll Violence)। প্রথম এই খবর প্রকাশ করেছিল Zee ২৪ ঘণ্টা ডিজিটাল। তার পর শুরু হয় জোর বিতর্ক। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার প্রতিক্রিয়া দিলেন, 'গোটা বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।'        


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'পশ্চিমবঙ্গের ভোটে হিংসা' ছাড়াও দিল্লিতে অক্সিজেন সংকট, কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্য়প্রণোদিত', 'ভারতের সুরক্ষায় অনুপ্রবেশ বিতর্ক', 'রাজনীতিতে পরিবারবাদ কি ব্য়বসায় পরিণত হয়েছে'-র মতো বিষয় নিয়েও প্রশ্ন এসেছে ইউপিএসসি-র অ্যাসিসন্ট্যান্ট কমান্ডান্ট পদের পরীক্ষায়। এই বিতর্কিত প্রশ্নপত্রের নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে এ দিন সরাসরি অভিযোগ করেন মমতা (Mamata Banerjee)। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি বলেন,'তিনটি প্রশ্নই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আপত্তিকর। আমি বুঝি না ইউপিএসসি-র মতো নিরপেক্ষ সংস্থা কীভাবে এই ধরনের প্রশ্ন করতে পারে! বিজেপির পার্টি অফিসে প্রশ্নপত্র তৈরি হয়েছে। ইউপিএসসি-কে সম্মান করি। কিন্তু তাদেরও নিজেদের মর্যাদা রক্ষা করতে হবে। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রশ্ন করে ইউপিএসসি পরীক্ষার্থীদের বার্তা দেওয়া হচ্ছে, বিজেপিকে সমর্থন করতে হবে আপনাদের। বিজেপি যা বলবে সেটাই করতে হবে। এটা কি চলতে পারে?'   


সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে বিজেপি ধ্বংস করছে বলে এ দিন দাবি করেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,'এই প্রশ্ন দেখে আমি ব্যথিত। পরীক্ষার্থী বা সাধারণ মানুষ আদালতে মামলা করতে পারে। প্রতিটা প্রকল্পে ওদের নাম। মাটি থেকে আকাশ-সব প্রকল্পে। জোর করে সংবিধান, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ও প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করবেন না। মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেবেন না।'


ভোট পরবর্তী কোনও হিংসার ঘটনা পশ্চিমবঙ্গে ঘটেনি বলে এ দিন আবারও দাবি করেন মমতা (Mamata Banerjee)। আধা সামরিক বাহিনীকে আরও একবার কাঠগড়ায় তুলেছেন।  তিনি জানান,'ভোটের আগেই বিষয়টা বলেছিলাম, বুথ দখলের জন্য আধা সামরিক বাহিনীকে এনেছিল। শীতলকুচিতে মানুষকে খুন করেছে। বিজেপির পার্টি মেম্বারের মতো আচরণ করেছে তারা। বাংলায় ভোট পরবর্তী হিংসা হয়নি। পুরোটাই মিথ্যা। মানবাধিকার কমিশন, মহিলা কমিশনে বিজেপির সদস্য ভরা। ওদের বায়োডেটা দেখুন। মানবাধিকার কমিশনের যে সদস্যরা রাজ্যে এসেছিলেন তাঁরা বিজেপি, এবিভিপি-র সদস্য। ভুলে যাবেন না, আজ ক্ষমতায় আছেন, কাল থাকবেন না। আমি আপনার সাপোর্টার নই। কেন ছবি নেব আপনার? কোভিড শংসাপত্রে আপনার ছবি! দেশের নাগরিকদের স্বাধীনতা কোথায়? ডেথ সার্টিফিকেটেও ছবি দিন।'


আরও পড়ুন- Mamata: বিধিনিষেধ বাড়ল ৩০ অগাস্ট পর্যন্ত, লোকাল ট্রেন চলবে না, ঘোষণা মুখ্যমন্ত্রীর


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)